একক প্রার্থী নিয়ে সুবিধাজনক অবস্থানে আ’লীগ, একাধিক প্রার্থী নিয়ে বেকায়দায় বিএনপি ক্স নৌকার প্রশ্নে একাট্টা অবস্থান অধিকাংশ কাউন্সিলর প্রার্থীর।

সিটিভি নিউজ।।    মো. বেলাল হোসাইন ঃ আসন্ন কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে চলছে প্রার্থীদের শেষ মূহুর্ত্বের প্রচারনা। ক্ষমতাসীন আ’লীগ প্রার্থী জিএম মীর হোসেন মীরু একক প্রার্থী হওয়ায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন। ধানের শীষ প্রতিকে বিএনপি’র প্রার্থী হারুনুর রশিদ মজুমদারসহ বিএনপি’র আরও দুই নেতা হাসান শাহরিয়ার খাঁ ও বেলাল আহমেদ মিয়াজী স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। প্রচার প্রচারণায় বেলাল আহমেদ মিয়াজীর দৃশ্যমান কোন তৎপরতা না থাকলেও মোবাইল ফোন প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী হাসান শাহরিয়ার খা উঠান বৈঠক, গণসংযোগ করে যাচ্ছেন নিয়মিত।
আসন্ন ৩০শে জানুয়ারী অনুষ্ঠিতব্য চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদের জন্য লড়ছেন ৪জন প্রার্থী। ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ৬১জন প্রার্থী। এর মধ্যে সাধারন কাউন্সিলর হিসেবে লড়ছেন ৫১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদের জন্য লড়ছেন ১০জন প্রার্থী। ১ম শ্রেণীর এ পৌরসভায় ভোটার সংখ্যা ২৮১৯৭জন।
সরকার দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী জিএম মীর হোসেন মীরু ব্যাপক উৎসাহ উদ্দীপনার সহিত মাঠে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তার পক্ষে উপজেলা আ’লীগ ছাড়াও ১৩টি ইউনিয়ন আ’লীগের নেতাকর্মীরাও কাজ করছেন। মাঠে নেমেছেন উপজেলা আ’লীগের সিনিয়র সকল নেতাকর্মী। জিএম মীরুর সমর্থনে কাজ করছেন বর্তমান মেয়র মিজানুর রহমানও। অপরদিকে ভোটের মাঠে বাড়তি সুবিধার জন্য পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় সকল কাউন্সিলর নৌকার প্রশ্নে একাট্টা হয়ে অবস্থান নিয়েছেন। নৌকার জয়ে আপত্তি নেই এসব কাউন্সিলর প্রার্থীর। অধিকাংশ কাউন্সিলর প্রার্থী যতটা নিজের জন্য কাজ করছেন তার চাইতে বেশি কাজ করছেন নৌকার প্রার্থীর জন্য। এছাড়াও বিগত ৩টি পৌরসভা নির্বাচনে আ’লীগ সমর্থিত মেয়র প্রার্থী বিজয়ী হওয়ায় আ’লীগ সমর্থিত প্রার্থী সবমিলিয়ে রয়েছেন সুবিধাজনক অবস্থানে।
নৌকা প্রতিকের মেয়র প্রার্থী জিএম মীর হোসেন মীরু বলেন, সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি’র উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে প্রার্থী হয়েছি। ৮০’র দশক থেকে জননেতা মুজিবুল হক এমপি’র প্রিয়ভাজন কর্মী হিসেবে সু:খে, দু:খে সর্বদা, রাজনীতি, সমাজনীতি, সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে পৌরসভার সর্বস্তরের জনগণের পাশে ছিলাম। ঈনশাআল্লাহ জনগণের দোয়া এবং ভালোবাসায় আগামী ৩০শে জানুয়ারী নৌকা প্রতিকে বিজয়ী হয়ে চৌদ্দগ্রামের উন্নয়নের ধারাবাহিকতাকে পৌরসভাতেও অব্যাহত রাখবো।
অপরদিকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী পৌর বিএনপি’র সদস্য সচিব হারুনুর রশিদ মজুমদার ক্লিন ইমেজের প্রার্থী। তিনিও ছাত্রজীবন থেকেই রাজনীতিতে জড়িত। সাবেক এ কাউন্সিলর মেয়র পদে প্রার্থী হওয়ায় পৌর বিএনপি’র গ্রুপিং, দ্বন্ধ ভুলে প্রায় সকল নেতাকর্মী ভোটের মাঠে নেমেছেন।
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী হারুনুর রশিদ মজুমদার জানান, গণতন্ত্র পুনরুত্থান আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি। নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমাগম এবং পৌরসভার নাগরিকদের উৎসাহ দেখে সরকার ভয় পেয়েছে। তাই আমাদের শান্তিপূর্ণ গণসংযোগে হামলা করে পুলিশ উল্টো আমাদের বিরুদ্ধেই মামলা দিয়েছে। ঈনশাআল্লাহ আগামী ৩০ তারিখ পৌরসভার জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে বিএনপি’র বিজয় সুনিশ্চিত।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল ফোন প্রতীকে মেয়র পদের জন্য নির্বাচন করছেন উপজেলা কৃষকদলের সভাপতি হাসান শাহরিয়ার খাঁ। প্রচার প্রচারণায় অন্য ২ প্রার্থীর পিছু পিছুই ছুটছেন তিনি। প্রায় প্রতিদিনই উঠান বৈঠক, মহিলা সমাবেশ, গণসংযোগের মাধ্যমে নিজের অবস্থান জানান দিচ্ছেন তিনি।
হাসান শাহরিয়ার খাঁ বলেন, বিভেদ নয় ঐক্য, মেধা দ্বারা রাজনীতি, জনকল্যানমুখী, মানবধর্মী ও সমাজসেবামূলক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছি। বিগত ১ যুগ থেকে পৌরসভার ২৬টি গ্রামের সাধারন মানুষের সুখে, দু:খে পাশে ছিলাম। গত ৩টি নির্বাচনে দল থেকে নমিনেশান চাই কিন্তু পাইনি। তাই এবার প্রার্থী হয়েছি। পৌরসভার ২৬৭টি বাড়িতে নির্বাচন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। উঠান বৈঠক, মহিলা সমাবেশসহ গণসংযোগে ব্যাপক সাড়া পাচ্ছি। ঈনশাআল্লাহ আগামী ৩০শে জানুয়ারী পৌরসভার সর্বস্তরের জনগণ মোবাইল ফোন প্রতিকে ভোটদানের মাধ্যমে আমাকে বিজয়ী করবেন।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন অফিসার ফারুক হোসেন জানান, নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করণে নির্বাচন কমিশন থেকে কঠোর নির্দেশনা রয়েছে। আমরা সে আলোকেই চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু করার লক্ষ্যে সকল ধরনের ব্যবস্থা নিচ্ছি। আচরণবিধি লংগনের বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত আচরণবিধি লংগনের লিখিত কোন অভিযোগ কোন প্রার্থী প্রদান করেনি।

সংবাদ প্রকাশঃ  ২৬২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ