ভারতের মহারাষ্ট্রে ৩ চীনা প্রকল্প স্থগিত করলো রাজ্য সরকার

সিটিভি নিউজ।।   লাদাখের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সৈন্যদের মাঝে সহিংসতার ঘটনায় ২০ ভারতীয় সেনার মৃত্যুর প্রতিবাদে মহারাষ্ট্র রাজ্য সরকার তিন চীনা প্রকল্প স্থগিত করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে পাঁচ হাজার কোটি রুপি বরাদ্দ ছিল।

এ বিষয়ে মহারষ্ট্রের শিল্পমন্ত্রী সুভাষ দেশাই এনডিটিভি কে বলেন, কেন্দ্রের সঙ্গে পরামর্শ করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেন্দ্র থেকে কঠোর নির্দেশনা পেলে প্রকল্প তিনটি বাতিলও করতে পারে রাজ্য সরকার।
গত সপ্তাহে ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১২ প্রকল্পের সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছিলেন মহারাষ্ট্র রাজ্য সরকার।
এদিকে, যে তিনটি চীনা প্রকল্প মহারাষ্ট্র রাজ্য সরকার স্থগিত করেছে সেগুলোর হচ্ছে, চীনের হেংলি ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে ২৫০ কোটি মূল্যমানের, গ্রেট ওয়াল মটরসের সঙ্গে তিন হাজার ৭৭০ কোটি মূল্যমানের এবং পিএমআই ইলেক্ট্রো মবিলিটির সঙ্গে এক হাজার কোটি মূল্যমানের প্রকল্প।

সংবাদ প্রকাশঃ  ২২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ