হোমনায় নিয়োগ বিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসনের দাবীতে স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি অব্যহত

সিটিভি নিউজ।।    মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ভ্যাকসিন হিরো সম্মান স্বাস্থ্য সহকারীদের অবদান এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিয়োগ বিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসনের দাবীতে সারাদেশের ন্যায় হোমনা উপজেলার স্বাস্থ্য সহকারিরা কর্মবিরতি পালন করা হয়েছে। এতে উপজেলা ২৪০টি অস্থায়ী টিকাদান কেন্দ্র বন্ধ রয়েছে।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসেসিয়েশন হোমনা শাখার উদ্যোগে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মবিরতি পালন করা হয়। এদের কর্মবিরতি কর্মসূচী ২৬শে নভেম্বর হইতে শুরু করে দাবী না মানা পর্যন্ত চলবেন বলে জানান এরা।
সোমবার এ বিষয়ে সংগঠনের সভাপতি  মো. কবির হোসেন বলেন, ১৯৯৮ ইং সালে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা ২০১৮ ইং সালে মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর ঘোষনা এবং ২০ শে ফেব্রুয়ারি ২০২০ ইং তারিখে স্বাস্থ্য মন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি স্বাস্থ্য পরিদর্শক-১১ সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধন সহ বেতন বৈষম্য নিরসনের দাবীতে এই কর্মসূচী পালন করা হচ্ছে। সংগঠনের সাধারণ সম্পাদক  মো. কামরুজ্জামান বলেন, অন্যান্য ডিপাটমেন্ট প্রাণিকে টিকা দিয়ে টেকনিক্যাল মর্যাদা পাচ্ছে অথচ আমরা মানুষকে টিকা দিয়েও সেই মর্যাদা পাচ্ছিনা এমন বৈষম্য চাই না। এ বিষয়ে পাপিয়া আক্তার বলেন, আমরা কাজ করি টেকনিক্যাল কিন্তু মর্যদা পাই না টেকনিক্যাল এমন বৈষম্য মানি না আমাদের দাবী না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, মো. সফিকুল ইসলাম,  আবু তাহের, মো. মহিউদ্দিন,সাজেদা বেগম,সাইদা আক্তার সহ সংগঠনের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।সংবাদ প্রকাশঃ  ৩০১১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ