নলতায় এক গৃহবধুকে পিটিয়ে জখম করলো দফাদার বাবু: ৩ জনের নামে থানায় মামলা

সিটিভি নিউজ।।    তরিকুল ইসলাম লাভলু সংবাদদাতা জানান == সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালী গ্রামের আসমা খাতুন (২৪) নামের এক গৃহবধুকে পিটিয়ে জখম করেছে নলতা ইউপি দফাদার নুর হোসেন বাবু। ভুক্তভোগি গৃহবধু মাঘুরালী গ্রামের মোঃ শহিদুল ইসলামের কণ্যা ও মোঃ হাসানুর গাজীর স্ত্রী। আহত আসমা খাতুন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। গত ২৮ নভেম্বর ঐ গৃহবধু বাদি হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা করেছে। মামলা সূত্রে জানা যায়, মাঘুরালী গ্রামের মৃত জহুর আলীর পুত্র নলতা ইউপি দফাদার নুর হোসেন বাবু প্রায়ই ঐ গৃহবধুকে কুপ্রস্তাব দিয়ে আসার এক পর্যায়ে গত ২৫ নভেম্বর বিকালে ইউপি দফাদার নুর হোসেন বাবু (৪২), মৃত বাবুর আলী কারিকরের পুত্র আবুল হোসেন (৬৫) ও তার পুত্র সাগর হোসেন (২১) আসমা খাতুনকে পিটিয়ে জখম এবং শ্লীলতাহানী করা ও গলায় থাকা স্বর্ণে চেইন ছিনিয়ে নেয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন আসমা খাতুন বাদি হয়ে গত ২৮ নভেম্বর কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-১৯। এব্যাপারে জানতে চাইলে ইউপি দফাদার নুর হোসেন বাবু বলেন, একটি ছাগলের ঘটনাকে কেন্দ্র করে আমার চাচা আবুল হোসেন ও চাচীর সাথে ঝামেলা হয়েছে। আমাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।  সংবাদ প্রকাশঃ  ২৯১১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ