জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে আহত ২” বসতঘড়ে অগ্নিসংযোগ

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।     কামরুজ্জামান কানু সংবাদদাতা জানান === # জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ২, বসত ঘরে অগ্নিসংযোগ। ঘটনাটি ঘটেছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার  ২ নং কুলিয়া ইউনিয়ের ঢালীভিটা গ্রামে। জানাযায়, দির্ঘ ৩০ বৎসরের ক্রায়কৃত ৫২ শতাংশ জমি কাজীম উদ্দিনের ছেলে নূরল ইসলাম এর নিকট থেকে ৫২ শতাংশ জমি সাব কওলা মূলে ক্রয় করেন মুরাদ্দুজ্জামান খোকার ছেলে মনিরুজ্জামান শাহীন। পুর্ব শত্রুতার জেরে গত কাল শুক্রবার ২০-নভেম্বর  ৩০/৩৫ জন লাঠি,ফালা, লোহার রড সহ দেশীয় অস্ত্র দ্বারা মুরাদ্দুজ্জামান খোকার ছেলে মহিউজ্জামান  পলাশ( ৩৫) ও মনিরুজ্জামান বাবু (৪০) কে পিটিয়ে মাটিতে ফেলে তাদের বসৎ ঘড়ে আগুন ধরিয়ে দিলে এলাকার লোকজন ছুটে এসে অবস্হা বেগতিক দেখে আগুন নিভাতে না পেরে    মেলান্দহ ফায়ারসার্ভিস ও মেলান্দহ থানায় মুঠোফেনে খবর দিলে থানা পুলিশ সহ ফায়ারসার্ভিস এসে আগুন নিভাতে সক্ষম হয়। এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খান জানায় আমরা অভিযোগ পেলেই মামলার আসামি গ্রোফতার করবো বলে আশারাখি।

সংবাদ প্রকাশঃ  ২১১১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More

Print Friendly, PDF & Email