বিনয় সাহিত্য সংসদের উদ্যোগে দুটি গ্রহ্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। ওমর ফারুকী তাপস নিজস্ব সংবাদদাতা জানান ==     কুমিল্লার ঐতিহ্যবাহী সাহিত্যর্চ্চা  ও সমাজসেবা মূলক সংগঠন বিণয় সাহিত্য সংসদের উদ্যোগে    ২০ নভেন্বর বিকেলে কুমিল্লা বীর চন্দ্র নগর মিলনায়তনের মুক্তিযুদ্ধ কর্ণারে বিনয় সাহিত্যে সংসদ,কুমিল্লার ১৬৭ তম অনুষ্ঠানে দু’ টি গ্রন্হের প্রকাশনা উৎসব হয়েছে।    গ্রন্হ দু’টি হলো,অধ্যাপক ডা, মোসলেহ উদ্দিন আহমেদ এর চিকিৎসা বিষয়ক গ্রন্হ “করোনা যুদ্ধ “এবং সাংবাদিক নীতিশ সাহা এর গল্প গ্রন্হ ” নন্দিত স্পন্দন।”। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ মোস্তফা কামাল আজাদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিব ড. মোঃ সিজামুল করিম।

দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা রচিত গল্পগ্রহ্থ নন্দিত স্পন্দন এর ওপর আলোচনা করেন সিসিএন বিজ্ঞনি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কবি ও নজরুল গবেষক  ড. আলী হোসেন চৌধুরী। কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ াঃ মোসলেহ উদ্দিন আহমেদ রচিত “করোনাযুদ্ধ” গ্রহ্থের ওপর আলোচনা করেন বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আতাউর রহমান জসিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাংবাদিক নীতিশ সাহা। স্বাগত বক্তব্য রাখেন বিণয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক  লেখক মোতাহের হোসেন মাহাবুব। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন  দীপা সিনহা,খিজির হায়াত খান টিপু,তবলায় সহযোগিতা  তবলচী অভিজিৎ সিনহা মিঠু।

সংবাদ প্রকাশঃ  ২০১১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ