দিনাজপুরে নারী নির্যাতন প্রতিরোধে আত্নরক্ষায় মার্শাল আর্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।।     দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন  সংবাদদাতা জানান    ॥ “নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠো” এই শ্লোগানকে সামনে রেখে নারীদের নির্যাতন প্রতিরোধে নিজের আতœরক্ষায় কৌশল বৃদ্ধি ও নিজেকে নিজে রক্ষা করার লক্ষে এবং নারী নির্যাতন প্রতিরোধে তা-থৈ নৃত্যাঙ্গন এর উদ্যোগে দিনাজপুরে ২দিন ব্যাপী কন্যা শিশু, কিশোরি ও নারীদের জন্য আতœরক্ষায় মার্শালার আর্ট প্রশিক্ষণ কর্মশালা অনষ্ঠিত হয়।

দিনাজপরে বিভিন্ন সমাজসেবী, সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিবীদসহ সকল শ্রেণির পেশাজীবী পরিবারের কন্যা সন্তান ও কর্মজীবী নারীরা অংশ গ্রহণ করেন।

মার্শালার আর্ট প্রশিক্ষণ কর্মশালাটির উদ্দেশ্য সম্পর্কে (তা-থৈ ) নৃত্যাঙ্গন এর প্রতিষ্ঠাতা পরিচালক মাহমুদা ইতি বলেন যে, দেশে নারীরা কেউ নিরাপদে নেই, পথে-ঘাটে আনাচে কানাচে নারীরা সর্বত্রই নির্যাতনের শিকার হচ্ছেন। আমরা নারী বলে কি নিরুপায় হয়েছি? আমরা আর নিরুপায় থাকতে চাই না, নিজেদের আতœরক্ষায় জন্য সব সময় নিজেকে তৈরি রাখতে হবে, নিজের সুরক্ষার জন্য নিজেকে শক্তিশালী তৈরি করার লক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। তিনি আরও বলেন, এই মার্শালার আর্ট প্রশিক্ষণ কর্মশালাটি (তা-থৈ ) নৃত্যাঙ্গন এর নিজ উদ্যোগে আয়োজন করা হয়েছে, কিন্তু প্রশিক্ষণটি সফল করার জন্য সার্বক্ষনিক বিভিন্ন ভাবে খোজ খবর নিয়ে সহযোগিতা করেছেন (তা-থৈ ) নৃত্যাঙ্গন এর সভাপতি ফৌজিয়া আরেফিন, উপদেষ্টা মন্ডলী, সংগঠনের কর্মী ও সদস্যবৃন্দ এবং দিনাজপুর রোলার স্কেটিং এর কর্মকর্তাবৃন্দ।

দিনাজপুরে ২দিন ব্যাপী নারীদের আতœরক্ষায় মার্শালার আর্ট প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন মার্শাল আর্ট একাডেমি তায়কোয়ানডো এর প্রতিষ্ঠাতা ৩য় ড্যান ব্লাক বেল্ট মোঃ এরশাদ আলী।

সংবাদ প্রকাশঃ  ১৫১১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ