চৌদ্দগ্রাম পৌর নির্বাচনে হুমায়ুন কবির চৌধুরীর সমর্থনে মতবিনিময়

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।   মোঃ বেলাল হোসাইন    চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থীদের পাশপাশি কাউন্সিলর প্রার্থীরাও সমানতালে গণসংযোগের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। পৌরসভার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ৬নং ওয়ার্ডের প্রার্থীরাও বসে বসে নেই। ৩টি গ্রামের সমন্বয়ে ওয়ার্ডটি গঠিত হওয়ায় অন্যান্য ওয়ার্ডের তুলনায় এখানে প্রার্থীর সংখ্যাও বেশি। উত্তর ফলগুনকরা, দক্ষিণ ফালগুনকরা, পশ্চিম ধনমুড়ি ও ছাটিতলা নিয়ে গঠিত ৬নং ওয়াডের্র সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক হুমায়ুন কবির চৌধুরী। স্থানীয় মাদরাসা মাঠে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী মো: আব্দুল লতিফ চৌধুরী। সভায় বক্তব্য রাখেন প্রফেসর মো: গোলাম মোস্তফা, মাস্টার মাঈনউদ্দীন ভূঁইয়া, ছালে হআহমেদ ভূঁইয়া, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, মাস্টার শহীদ উদ্দীন চৌধুরী, বাবুল ভূঁইয়া, মিলন চৌধুরী, লিজন চৌধরী প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মো: সফিকুর রহমান, আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন চৌধুরী, আবু রশিদ চৌধুরী, আমির হোসেন চৌধুরী খোকন, সৈয়দ আহমেদ ডানিয়েল, আবুল কালাম চৌধুরী, আব্দুল জব্বার চৌধুরী, সোলেমান ভূইয়া, খলিল মজুমদার, আব্দুল মান্নান ভূঁইয়া, আবু তালেব লিটন, নজরুল ইসলাম মোহন, নিজামউদ্দীন চৌধুরী, খোরশেদ আলম চৌধুরী, কাউছার আলম ভূঁইয়া, ফরিদ উদ্দীন ভূঁইয়া, লাবলু মজুমদারসহ স্থানীয়গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় মো: হুমায়ুন কবির চৌধুরী এলাকাবাসীর কাছে আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ব্যাপারে সম্মতি ও মতামত চাইলে স্থানীয়রা হাত তুলে সদয় সম্মতি প্রদান করেন। এবিষয়ে মো: হুমায়ুন কবির চৌধুরী জানান, এলাকাবাসী আমাকে পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়ার সম্মতি দেয়ায় আমি উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। এলাকাবাসীর সুখে-দুঃখে যেন পাশে থেকে আমি কাজ করতে পারি সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।  সংবাদ প্রকাশঃ  ১৪১১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email