মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিটিভি নিউজ।।    মাহবুব আলম আরিফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ প্রঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা যুবলীগ।
পরে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন।
এসময় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা যুবলীগের পক্ষথেকে বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচীর সমাপ্তি ঘটে।
স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র নির্দেশনায় উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সভাপতিত্বে ও সদস্য জহিরুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি গোলাম ফারুক রানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সদস্য আরিফুল ইসলাম সাহেদ, মোর্শেদ খান, হুমায়ুন কবির, শাহজাহান খান বাবুল, জাহাঙ্গীর আলম সরকার, ওমর ফারুক দেলোয়ার, সাহেদুল ইসলাম সুজন, যুবলীগ নেতা রকিবুল শামীম, রফিকুল ইসলাম হিন্দি, মোশারফ হোসেন, মাহাবুব আলম, মোজাম্মেল চৌধূরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সংবাদ প্রকাশঃ  ১১১১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ