কুলাউড়ায় সিএনজি ও অটো চালকদের দফায় দফায় সংঘর্ষ- পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন 

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।    মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী  সংবাদদাতা জানান ==  :  মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক চালকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষের শতাধিক গাড়ি ভাংচুর করা হয়। আহত হয়েছেন বেশ কয়েকজন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত দুইপক্ষই পাল্টাপাল্টি  অবস্থান নিয়ে রাস্তায় রয়েছে। ফলে পুরো পৌর শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের দাবিতে কুলাউড়ায় বুধবার থেকে ধর্মঘটের ডাক দেয় সিএনজিচালিত অটোরিকশা চালকরা। ধর্মঘটের সমর্থনে বুধবার সকাল থেকে পৌর শহরের বিভিন্ন মোড়ে অবস্থান নেয় তারা। শহরের স্টেশন রোড, চৌমোহনা, দক্ষিণ বাজার, মাগুড়াসহ বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে অটোরিকশা চালকরা মানববন্ধনসহ বিভিন্ন বিক্ষোভ কর্মসূচী পালন করতে থাকে।
সকাল ১১ টার দিকে ইজিবাইক চালকরাও রাস্তায় নেমে এলে দুই পক্ষে সংঘর্ষ বেঁধে যায়।
ক্রমেই শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে দুপক্ষের সংঘর্ষ। সংঘর্ষ চলাকালে নির্বিচারে অটোরিকশা ও ইজিবাইক ভাংচুর করতে থাকে।
শেষখবর পাওয়া যায় মৌলখভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীরের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ পুণরায় সংঘাত থামানোর চেষ্টা করছেন। কুলাউড়ার সহকারি কমিশনার (ভূমি) নজিরাতুন নাঈমও  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় রয়েছেন বলে জানা গেছে।সংবাদ প্রকাশঃ  ০৪১১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email