নওগাঁয় কর্মহীন চার শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।   মোঃ খালেদ বিন ফিরোজ  নওগাঁ প্রতিনিধিঃ
করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের নওগাঁর চার শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে আজ মঙ্গলবার বেলা ১১টায় কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বে-সরকারি সংস্থা রানির উদ্যোগে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান লাইফ এর অর্থায়নে সোস্যাল এইড এ কার্যক্রমে সহযোগীতা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে খাদ্য সামগ্রী বিতরন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, ২০ কেজি সরু চাল, ২ কেজি মসুর ডাল ও ৫ লিটার সয়াবিন তেল।
এসময় অন্যান্যের মধ্যে লাইফ এর এশিয়া কর্ডিনেটর ইসহাক এম সোহেল, সোস্যাল এইডের প্রধান নির্বাহী বাবুল আকতার রিজভী, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আকতার, রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, অগ্রযাত্রার নির্বাহী পরিচালক সাংবাদিক রায়হান আলমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান জানান, করোনা ভাইরাসে যারা দিন আনে দিন খায় এই রকম অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এসব কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।সংবাদ প্রকাশঃ  ০৩১১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email