মুরাদনগর দড়িকান্দিতে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত 

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।    তাপস চন্দ্র সরকার সংবাদদাতা জানান === ।। ৩০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় সারাদেশের ন্যায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার এর দাদাশ্বশুর বাড়ী কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাধীন দড়িকান্দি গ্রামের স্বর্গীয় প্রকাশ চন্দ্র দাশ এর বাড়ীতে অবস্থিত শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে বিপুল উৎসাহউদ্দীপনার মধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে ধন সম্পদের দেবী কোজাগরী লক্ষ্মী পূজো অনুষ্ঠিত হয়। এছাড়াও ধন সম্পদের আশায় এবং সংসারের মঙ্গল কামানায় বাঙালী হিন্দুদের ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পূজো অনুষ্ঠিত হয়।

জানা যায়- ধান, চাল, অন্ন, খাদ্য শস্য হলো লক্ষ্মী দেবীর প্রতীক। তাই যারা খাদ্য অপচয় করেন, তাঁদের ওপর দেবী লক্ষ্মী কখনোই তুষ্ট হন না বলে মনে করেন হিন্দু ধর্মাবলম্বীরা। ধানক্ষেতের আশেপাশে ইঁদুর বা মূষিকের বাস এবং এরা ধানের ক্ষতি করে থাকে। পেঁচক বা পেঁচার আহার হল এই ইঁদুর। লক্ষ্মীপূজা হিন্দু বাঙালীদের একটি বার্ষিক জনপ্রিয় উৎসব। নারী ও পুরুষ সকলেই এই পুজোয় অংশগ্রহণ করেন। পুঁজোর দিন সকলে সন্ধ্যায় নতুন কাপড় পড়ে মেতে ওঠেন লক্ষ্মী দেবীর আরাধনায়।এ পূজায় বাহারি ডিজাইনের নারিকেলের নাড়ু, দুধের সন্দেশ,  চিড়ারমোয়া ও  মুড়িরমোয়াসহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবার দিয়ে অতিথি আপ্যায়ন করা হয়।সংবাদ প্রকাশঃ  ৩০১০২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email