কুমিল্লার দৌলতপুরে মোবাইল ফোন ও টাকা কেড়ে নেয়ার ঘটনাকে কেন্দ্র করে সন্তাসী হামলায় ৪জন আহত

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।  হৃদয়ের মোবাইল ফোন ও টাকা কেড়ে নেয়ার ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সদর উপজেলার দৌলতপুরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মহিলাসহ ৪জন রক্তাক্ত জখম হয়েছে। হামলাকারীদের ধারলো ছুরির আঘাতে অলিউল্লাহ(৪৫) মারাত্নক আহত অবস্থায় প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ  হাসপাতালে পরে চিকিৎসার জন্যে ঢাকায় পাঠান হয়েছে। এই হামলার ঘটনায় কুমিল্লা কোতয়ালী থানায় ৫জনকে আসামী করে  একটি মামলাদায়ের করা হয়েছে।কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মামলার অভিযোগের বিবরণে জানাযায়,২২ অক্টোবর সন্ধ্যায় দৌলতপুর পশ্চিমপাড়ায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম হয়েছেন,১। অলিউল্লাহ(৪৫), পিতাঃ মৃত-কালা মিয়া, ২। মৌসুমী আক্তার মুক্তা(৩৪), স্বামীঃ অলিউল্লাহ, উভয় সাং-দৌলতপুর(পশ্চিম পাড়া, অলি মিয়ার বাড়ী), থানা-কোতয়ালী মডেল, ৩। হৃদয় (১৮), পিতাঃ জাহিদ মিয়া, সাং-চাঙ্গিনী(হালিমা মেইল সংলগ্ন), থানাঃ সদর দক্ষিন মডেল, ৪। মোঃ সানি(২০), পিতাঃ আব্দুল জলিল।

মামলার এজহারে মোঃ জয়নাল আবেদীন থানায়   অভিযোগে বলেন গত ২২ অক্টোবর তারিখ রাত অনুমান ০৭.৪৫ ঘটিকার সময় বিবাদী মোঃ হৃদয়, মনির, শাফায়েত, রাব্বি, মাসুদগন সহ তাদের সঙ্গীয় অজ্ঞাতনামা ১৫/১৬ জন বিবাদী নিয়া পূর্ব আক্রোশে ও পরিকল্পিতভাবে বে-আইনী জনতায় দলবদ্ধ হইয়া অনধিকারে দৌলতপুর সাকিনের আমার ভাই ০১নং সাক্ষী অলিউল্লাহর বসত ঘরে প্রবেশ করতঃ সাক্ষী অলিউল্লাহ, মুক্তা, সানিদের সম্মুখেই ০৩নং সাক্ষী হৃদয়কে হত্যার উদ্দেশ্যে বিবাদী শাফায়েত, রাব্বি, মাসুদগন তাদের হাতে থাকা রড দিয়া এলোপাথারী বাইরাইয়া ভাগিনা হৃদয়ের মেরুদন্ডে, দুহাতে ও দু পায়ে গুরতর হাঁড়ভাঙ্গা জখম করে। ভাগিনা হৃদয়কে রক্ষার জন্য আমার ভাই অলিউল্লাহ, তাহার স্ত্রী মৌসুমী আক্তার মুক্তা, ভাতিজা সানিগন চেষ্টা করিলে ০১নং বিবাদী হৃদয় ০১নং সাক্ষী অলিউল্লাহকে হত্যার উদ্দেশ্যে বিবাদীর হাতে থাকা ধারালো ছুরি দিয়া অলিউল্লাহর বুকের বাম পার্শ্বে বগলের নিচে পরপর ০২টি ঘাই মারিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। একই উদ্দেশ্যে বিবাদী মনির তার হাতে থাকা ধারালো চাপাতি দিয়া এলোপাথারী কোপাইয়া আমার ভাই অলিউল্লাহর বাম ও ডান হাতে, দুপায়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। বিবাদী শাফায়েত তাহার হাতে থাকা ধারালো চাপাতি দিয়া হত্যার উদ্দেশ্যে সাক্ষী মৌসুমী আক্তার মুক্তার মাথার সামনের অংশে কোপ মারিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। সাক্ষী সানি উল্লিখিত জখমীদের অবস্থা আশংকাজনক দেখিয়া নিজেদেরকে রক্ষার জন্য আশেপাশের লোকজনদের ডাক দিলে বিবাদী মোঃ হৃদয়, মনির, শাফায়েত, রাব্বি, মাসুদগনসহ অজ্ঞাতনামা বিবাদীরা সানিকে সহ অলিউল্লাহ, মুক্তা, হৃদয়কে হত্যার উদ্দেশ্যে এলোপাথারীভাবে পিটাইয়া সাক্ষীদের শরীরের বিভিন্ন স্থানে মারাত্নক থেতলানো ফুলা জখম করে। আশেপাশের লোকজন আসিতে দেখিয়া বিবাদীরা দ্রুত চলিয়া যায়। জখমী সাক্ষীরা হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় এরই মধ্যে সাক্ষী অলিউল্লাহর অবস্থা আশংকাজনক হইলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমেক হাসপাতালের ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করিলে অলিউল্লাহকে সাক্ষী কবির সহ আমার অপর ভাই ইয়াছিন, প্রতিবেশী মজিবুর রহমান এবং ভাবী ফেরদৌসী বেগমদের মাধ্যমে এ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।মামলায় বিবাদীরা হচ্ছেন ১। মোঃ হৃদয়(২৫), পিতাঃ আলমগীর, ২। মনির(৩০), পিতাঃ মৃত-মজিদ, উভয় সাং-দৌলতপুর (মধ্যপাড়া), ৩। শাফায়েত(১৮), পিতাঃ অজ্ঞাত, সাং-ধনপুর, ৪। রাব্বি(২২), পিতাঃ আইয়ুব আলী, সাং-দৌলতপুর, ৫। মাসুদ(৪০), পিতাঃ মৃত-আবিদ আলী, সাং-দৌলতপুর, ০৩নং ইউপি, থানাঃ কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাসহ অজ্ঞাতনামা আরো ১৫/১৬ জন।

সংবাদ প্রকাশঃ  ২৫১০২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email