৫০ বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি কুমিল্লা সদরের কাছার গ্রামের সড়কে ! 

সিটিভি নিউজ।।   মাহফুজ বাবু সংবাদদাতা জানান ===
কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউপি এলাকার লালমাই পাহাড় ঘেঁষা গ্রামটির নাম কাছার। অলিপুর কাছার থেকে পাহাড়তলী পর্যন্ত প্রায় ৭ শতাধিক পরিবারের আড়াই থেকে তিন হাজার মানুষের বসবাস। দেশ ভাগের আগে থেকেই এই গ্রামে মানুষের বসতি। কুমিল্লা জেলা সদরে অবস্থিত ৪১হাজার ভোটার সহ লক্ষাধিক মানুষের বৃহৎ একটি ইউনিয়ন কালির বাজার। অলিপুর থেকে পাহাড়তলী প্রায় দুই কিলোমিটার এলাকার দীর্ঘ কাছার গ্রামে বসবাসকারী মানুষেট দুঃখ, গ্রামে প্রবেশের প্রধান সড়কগুলো। বহু কাঠখড় পুড়িয়ে বিদ্যুৎ সংযোগ পেলেও গ্রামের সড়কগুলোতে উন্নয়ন কোন ছোঁয়াই লাগেনি আজো। লাল মাটির এ গ্রামের প্রবেশ পথগুলো শুষ্ক মৌসুমে বালুময় আর বর্ষায় পিচ্ছিল কর্দমাক্ত সড়কগুলো। রাজনৈতিক পালাবদল আর নির্বাচনের আগে বহু জনপ্রতিনিধি এসে ওয়াদা করেও ভোটের পরে আর গ্রামবাসীর ভোগান্তির কথা মনে রাখেন না কেউই। এলাকাবাসীর বক্তব্য, গত ৭২ বছরে একটি ইটও কখনো বাসানো হয়নি এই গ্রামের সড়কগুলোতে।
আন্দপুর রংধনু থেকে পাহাড়তলী পর্যন্ত দুই প্রায় ২ কিলোমিটার মাঝে কাছার থেকে আনন্দপুর-কালির বাজার, হাতিগাড়া, কোটবাড়ি সড়কে ওঠার আরো দুটো সংযোগ সড়ক। সব মিলিয়ে প্রায় ৪ কিলোমিটার কাঁচা সড়ক। গ্রামের মেঠো পথে শুষ্ক মৌসুমে বালু আর বর্ষায় কাঁদার কারনে ঢোকেনা এম্বুলেন্স বা অন্য কোন পরিবহন। ফলে এই গ্রামে চলাচলের জন্য পা’ই হলো ভরসা। মাটির এব্রোথেব্রো পথে কিছু অটো বা সিএনজি চলেও রুগী ও বয়স্কদের নিয়ে এসব পথে যাতায়ত করা বিপদজনক। বর্ষাকালে শিক্ষার্থীরা অনেকেই এসব সড়ক দিয়ে হেটে স্কুল কলেজেও যেতে পারেন না।
পাহাড়ের পাদদেশে বিস্তীর্ণ সবুজের মাঠে নানা রকম সবজী সহ ধানের আবাদ হয় ব্যাপক। গ্রামের আশেপাশে অনাবাদি কোন জমি নেই। বারো মাসই কোন না ফসল উৎপাদন হয় গ্রামের জমিগুলোতে। মাটির সড়কগুলোর কারনে পরিবহন সুবিধা না থাকায় এসব ফসল হাটে বাজারে নিতে গ্রামের কৃষকদেরও বেগ পেতে হয় বহু। উন্নয়নের বদলে শুষ্ক মৌসুমে এক শ্রেনীর লোভী জনপ্রতিনিধি ও কতিপয় মাটি ব্যবসায়ীরা কৃষি ও পাহাড়ি জমির মাটি কেটে বিক্রি করে কৃষি জমি এবং মাটির সড়কগুলোকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করছে দিনের পর দিন।

জমি ও পাহাড়ের মাটি কাটা বন্ধ করে কালির বাজার ইউপির কাছার গ্রামের কাঁচা এই সড়কগুলো পাকা কিংবা আধা পাকা করে হলেও নির্মাণে যথাযথ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে কুমিল্লা জেলা প্রশাসক, সদর আসনের সংসদ সদস্য, স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন গ্রামের বাসিন্দারা।সংবাদ প্রকাশঃ ০৪০৩২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ