২১ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন দুই যুগ পর ২১ জুলাই দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সম্মেলন

সিটিভি নিউজ।।      এবিএম আতিকুর রহমান বাশার ঃ  সংবাদদাতা জানান ======
২১ জুলাইকে সামনে রেখে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করতে ২১ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি’র কার্যালায়ে কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগ’র সাংগঠনিক টিম-৬ এর উদ্যেগে আয়োজিত এক সভায় ওই সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগ’র সাংগঠনিক টিম-৬ এর আহবায়ক ও কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগ’র সভাপতি ম. রুহুল আমিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ও চট্রগ্রাম বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক) হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন (এমপি)।
সভায় কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক এমপি, মন্ত্রী, সচিব এবিএম গোলাম মোস্তফাকে আহবায়ক ও দেবীদ্বার উপজেলা আওয়ামীলেিগর সাধারন সম্পাদক একেএম মনিরুজ্জামান মাষ্টারকে সদস্য সচিব করে ২১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। একই সাথে দেবীদ্বার উপজেলা ত্রীবার্ষিক সম্মেলন অনুষ্ঠানের পূর্ব ঘোষিত তারিখ ২ জুলাই পরিবর্তন করে ২১ জুলাই ঘোষণা করা হয়। উপজেলার ১ টি পৌরসভা ও ১৫ ইউনিয়নের মধ্যে সম্মেলন না হওয়া বাকী ৪টি ইউনিয়নের সম্মেলন উপজেলা সম্মেলনের পুবেই সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটিরি অন্যান্য সদস্যরা হলেন রাজি মোহাম্মদ ফখরুল (এমপি), বীর মুক্তিযোদ্ধা আঃ মতিন মুন্সী, মোঃ শেখ আব্দুল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা আঃ মতিন সরকার, মোঃ হুমায়ুন কবির, আবুল কালাম আজাদ, মোস্তফা কামাল চৌধুরী, সাজেদা আক্তার মায়া, একেএম শফিকুল আলম কামাল, নজরুল ইসলাম সরকার, এডঃ আয়েশা বেগম, মোঃ ইসমাঈল হোসেন, আব্দুল আলীম, বাবু কালিপদ মজুমদার, এটিএম মেহেদী হাসান, মোসলেহ উদ্দিন মাষ্টার, মোঃ ছিদ্দিকুর রহমান ভুইয়া, মোঃ আনোয়য়ার হোসেন খোকন এবং এডঃ এনামুল হক মাসুম। উক্ত সম্মেলন প্রস্তুতি কমিটিতে উপদেষ্টা হিসেবে জেলা আওয়ামলীগের সাভাপতি ম. রুহুল আমিন, সাধারণ সম্পাদক রোশান আলী মাষ্টার এবং সাবেক মন্ত্রী এএফ এম ফখরুল ইসলাম মুন্সীকে রাখা হয়।
দির্ঘ ২৬ বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের খবরে উৎসাহ- উদ্দীপনা নিয়ে নেতা-কর্মীরা চাঙ্গা হয়ে উঠতে শুরু করেছে। গত ২৩ মে সম্মেলনের তারিখ ঘোষণারপর দির্ঘসূত্রীতার জ্যামে আটকে থাকা উপজেলা কমিটির পদবঞ্চিত নেতা-কর্মীরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে দুই ডজনের নাম এসেছে। তবে কে সভাপতি- সাধারন সম্পাদক পদে আসছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক এমপি, মন্ত্রী, সচিব এবিএম গোলাম মোস্তফা জানান, দির্ঘদিন পর হরেও আগামী ২১ জুলাই সম্মেলন সফল করতে আমরা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ একাট্টা। দলের ত্যাগী, সৎ, কর্মঠ, যোগ্য ও বঙ্গবন্ধুর আদর্শ লালনে প্রকৃত নেতা-কর্মীদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেব। যারা বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাত রাখতে সহায়তা করবে।

সংবাদ প্রকাশঃ  ০৪-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ