২০০ একর ফসলি ভূমির জলাবদ্ধতা নিরসন

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।     বুড়িচং প্রতিনিধি
দীর্ঘ দুই বছর ধরে ২০০ একর ফসলি ভূমির
জলাবদ্ধতা নিরসনে পানি নিস্কাশনের ড্রেন
নির্মাণে এগিয়ে এলেন বাকশীমূল ইউপি
চেয়ারম্যান আব্দুল করিম। সরেজমিনে জানা
যায়- কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নং
বাকশীমূল ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম
জামতলা ও মিরপুরে মধ্যবর্তী স্থানে একটি
কালভার্ট নির্মাণের পাশাপাশি দুদিকের ফসলি
জমিগুলো বাড়ি করার প্রয়োজনে ভরাট করে ফেলে
স্থানীয় জনগণ। ফলে আগের মতো ভারত থেকে
নেমে আসা পানির পাশাপাশি বাংলাদেশের
বৃষ্টির পানি ও সেখানে জলাবদ্ধতা সৃষ্টি করে।
এতে দীর্ঘ দুই বছর যাবত ৫০ টি পরিবারের
লোকজন তাদের প্রায় ২০০ একর ফসলীর জমি
চাষাবাদ ও ১১ টি পুকুর মাছ চাষ করা থেকে
বঞ্চিত হচ্ছে। বিষয়টি স্থানীয় সাবেক মেম্বার
মোস্তফা ওই ইউপি চেয়ারম্যান আব্দুল করিমকে
জানালে তিনি গত ১ মাস পূর্বে সরেজমিনে
নৌকা যোগে ওই জলাবদ্ধতার স্থান পরিদর্শন
করেন। এতে উপস্থিত জনগণকে এক মাসের মধ্যে
নিজ অর্থায়নে পানি নিস্কাশনের জন্য পাকা
ড্রেনেজ ব্যবস্থা করে দিবেন বলে অঙ্গীকার করেন।
এরই সফল বাস্তবায়নের গত ১১ সেপ্টেম্বর নিজস্ব
অর্থায়নে ৪১০ মিটারের ড্রেনেজ ব্যবস্থা
সম্পন্ন হলে তিনি ওই ড্রেনেজ কার্যক্রমের
উদ্বোধন করেন। এসময় ছয়গ্রাম উচ্চ
বিদ্যালয়ের সভাপতি মো. কামাল উদ্দীন মাস্টার,
আওয়ামীলীগের ১ নং ওয়ার্ড সভাপতি মন্তাজ
উদ্দীন, গোলাম সামদানী অন্যান্য
সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। বৃষ্টির পানি
এখন আর জলাবদ্ধতা সৃষ্টি করে ফসলের ক্ষতি সাধন
করছে না বিধায় স্থানীয় জনগণ এতে সন্তোষ
প্রকাশ করেন। পরে এলাকার সুধীজনেরা এক
ফটো সেশনে মিলিত হন।
ক্যাপশন:
 বুড়িচংয়ের মিরপুরে ২০০ একর ফসলি ভূমির
জলাবদ্ধতা নিরসনের দৃশ্য।সংবাদ প্রকাশঃ  ১৩-৯-২০২১ খ্রীষ্টাব্দ (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email