১৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নাজমুল হাসান চৌধুরী কামালের মনোনয়নপত্র দাখিল করেন

সিটিভি নিউজ।।     নেকবর হোসেন।। সংবাদদাতা জানান =====
আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ১৯ নং ওয়ার্ড ডুলিপাড়া (উত্তর রসুলপুর) এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক নাজমুল হাসান চৌধুরী কামাল কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেন।
১৬ মে রোববার বেলা ১১ টায় কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে যান তিনি। পরে সহকারী রিটানিং কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেনের কাছে  তিনি মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসান চৌধুরী কামাল বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডে উন্নয়নের ছোয়া লাগেনি। এই ওয়ার্ডের বাসিন্দারা নাগরিক সুবিধা ও অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে আছে।
এ সময় কাউন্সিলর প্রার্থী  নাজমুল হাসান চৌধুরী কামাল সাংবাদিকদের বলেন, এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে আমি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। অবহেলিত ১৯ নম্বর ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করে একটি মডেল ওয়ার্ড হিসেবে পরিনত করবো। এ এলাকার মানুষের দীর্ঘ দিনের ড্রেনেজ সমস্যা সমাধান করা হবে। এছাড়াও গত ১০ বছরে এ ওয়ার্ডে উন্নয়নের ছোয়া না লাগায় নানান সমস্যায় জর্জরিত। সিটি করপোরেশনের সহযোগীতা নিয়ে ওয়ার্ডেটিকে পরিকল্পতি ভাবে গড়ে তুলবো।
আমি এই ওয়ার্ডের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই। অতীতে এই ওয়ার্ডের গরীব-দুঃখি মানুষের পাশে ছিলাম, আগামীতেও তাদের পাশে থাকবো।ইনশাআল্লাহ,
আমি ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হলে এই ওয়ার্ডটিকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। এসময় ১৯ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাধারণ ভোটার ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সংবাদ প্রকাশঃ  ১-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ