১৫ হাজার মুসুল্লির ঈদগাহ ময়দান পাকাকরনের কাজের উদ্বোধন’

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন    ব্রাক্ষণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি ।।
নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সর্ববৃহৎ চান্দলা করিমপুর ঈদগাহ ময়দানের পাকাকরন কাজের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়।  উপজেলার চান্দলা গ্রামের কৃতি সন্তান আলী আজ্জম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইপিলিয়ন গ্রুপের (মার্কেটিং এন্ড মার্চেন্ডাইডিং) জেনারেল ম্যানেজার সমাজসেবক জুনায়েদ আহাম্মদ জুয়েল ব্যাক্তিগত তহবিল থেকে ১৩ লক্ষ এবং এলাকাবাসী থেকে ২ লক্ষ মোট ১৫ লক্ষ টাকায় ঈদগাহের পাকাকরনের কাজ শুরু করেন। কাজ শেষ করা পর্যন্ত প্রয়োজনে আরো অর্থ দেয়া হবে বলে জানান জুয়েল। দীর্ঘদিন যাবত মুসুল্লিরা কাদা মাটিতে ঈদের নামাজ আদায় করতে সমস্যার সম্মুখীন হতো। তাদের এ সমস্যার কথা বিবেচনা করে জুয়েল তার বাবার নামে গঠিত  আলী আজ্জম ফাউন্ডেশনের মাধ্যমে কাজটি সমাপ্ত করার উদ্যোগ নেন। চান্দলা, করিমপুর, গজারিয়া, দলগ্রাম, পদুয়া খামারচারা, চান্দলা মধ্যপাড়াসহ বিভিন্ন গ্রামের ১৫ হাজারেরও অধিক মুসুল্লীরা এ ঈদগাহে ঈদের নামাজ আদায় করে থাকেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈদগাহ কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম ভুইয়া, সহ-সভাপতি ক্যাপ্টেন নুরুল ইসলাম ও মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি সাজেদুর রহমান সরকার, ঈদগাহের পেশ ঈমাম মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য আবদুস সালাম, জয়নাল আবেদিন, মাওলানা আশিকুর রহমান, শফিকুল ইসলাম ভুইয়া সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।সংবাদ প্রকাশঃ  ১৩১১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ