হোমনায় বাইকের গতিরোধ করে ১ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা অতঃপর গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা

সিটিভি নিউজ।।  তপন সরকার   হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় প্রকাশ্যে দিন দুপুরে বেধড়ক পিটিয়ে রবি এয়ারটেল এর মাঠকর্মীর কাছ থেকে এক লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে জুয়েল ১৮ নামে এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গ্রেপ্তারকৃত জুয়েলের বাড়ি উপজেলার দুলালপুর-কাশিপুর গ্রামের মো. মান্নান মিয়ার ছেলে।
সে গত ৫ই আগস্ট বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর এলাকার আখন্দপাড়া বট তলা নামক স্থানে কোম্পানির টাকা কালেকশন করে হোমনা আসার যাওয়ার পথে এঘটনা ঘটে।
এবিষয়ে হোমনা পৌর সভার বাহারখোলা গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. সোহাগ মিয়া জানান, প্রতিদিনের মত তিনি কোম্পানির টাকা কালেকশন করে হোমনা যাওয়ার পথে হঠাৎ করে উৎপেতে থাকা ৪/৫ মিলে আমার বাইক থামিয়ে আমাকে বেধড়ক পেটায়।
পেটানোর পর আমার কাছ থেকে এক লক্ষ টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমার চিৎকার শুনে এলাকাবাসীর সহযোগিতায় একজনকে আটক করে গণধোলাই দেয় এলাকাবাসী। পরে বাকিরা অটোরিক্সাযোগে তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে থানার পরিদর্শক (তদন্ত) ওসি আজিজুল বারী নয়ন মুঠোফোনে জানান, রবি এয়ারটেল এর মাঠকর্মী সোহাগ বাদী হয়ে এ ঘটনা মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত জুয়েল কে জিজ্ঞাসাবাদ করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতার চেষ্টা চালাচ্ছে পুলিশ।সংবাদ প্রকাশঃ  ০৭২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ