হোমনায় মানবিক সংগঠন’ হাঁড়ির খোঁজে বাড়ির উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।     মো. তপন সরকার, হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় অসহায়দের আত্মকর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে মানবিক সংগঠনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার বিকাল ৫ টার দিকে হোমনা প্রেসক্লাব প্রাঙ্গনে মানবিক ও সামাজিক সংগঠন হাঁড়ির খোঁজে বাড়ির পক্ষ থেকে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের শিবপুর গ্রামের এক অসহায় পরিবারকে ১টি সেলাই মেশিন তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হাঁড়ির খোঁজে বাড়ি’র পরিচালক- আবদুস সালাম ভূঁইয়া, মো. ইসমাঈল হোসেন বাবু, সংগীত শিল্পী জীবন, মহিলা নেত্রী জেসমিন, মোর্শেদ আলম উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের পরিচালক আবদুস সালাম ভূঁইয়া বলেন, হাঁড়ির খোঁজে বাড়ির নামে মানবিক সংগঠনটি অসহায় মানুষের পাশে থেকে তাদের আত্মকর্মসংস্থান ও বেকরত্ব দূরীকরণের লক্ষে সেলাই মেশিন বিতরণ।
এছাড়াও এই মানবিক সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তা, চিকিৎসা সেবা প্রদান ও বস্তু বিতরণ সহ নানামুখী কাজ করে আসছেন বলে জানান।সংবাদ প্রকাশঃ  ২২-৯-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email