হোমনায় নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ

সিটিভি নিউজ।।     মো. তপন সরকার, হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের উৎস হিসাবে ২০ জন নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে ২০ জন উপকারভোগীদের মাঝে দুটি করে মোট ৪০ টি ছাগল তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, প্রানিসস্পদ কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো.বেলায়েত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, খাদ্য কর্মকর্তা মো. ওয়াসিম ও ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম গনিসহ উপকারভোগীরা এসময় উপস্থিত ছিলেন।
মৎস্য অফিস থেকে জানা যায় বছরের নির্দিষ্ট একটা সময়ে জেলেরা মাছ ধরতে পারেন না। তখন তাদের আয় রোজগার থাকে না। তাদের বিকল্প আয়ের জন্য এসব ছাগল দেওয়া হয়েছে। এইসব ছাগল লালন-পালন করে তাদের আয় রোগজারবাড়বে। বিকল্প আয়ের ব্যবস্থা হবে।সংবাদ প্রকাশঃ  ২৩-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ