হোমনায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

সিটিভি নিউজ।।    মো. তপন সরকার, হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
গতকাল বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার আসাদপুর ইউনিয়ন পাথালিয়াকান্দি তিতাস নদী, ভাষানিয়া ইউনিয়ন কাশিপুর কাঁচারি খাস পুকুর ও হোমনা পৌরসভা বাগমারা প্লাবন ভূমি এলাকায় মিশ্র জাতের রুই, কাতল ও মৃগেলসহ তিনটি স্পোর্ট তিন’শ ৪০ কেজি বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা মাছ অবমুক্ত করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল এর মাধ্যমে পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
উপজেলা নির্বাহী অফিসার রুমন’দে এর সভাপতিত্বে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসিন সরকার, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান,  উপজেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর মিয়া, তিতাস উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, ভাষানিয়া ইউনিয়ন ভারপ্রাপ্ত
সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আমিন হোসেন, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকারসহ আরো অনেকে।সংবাদ প্রকাশঃ  ০৮২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে ছবিতে অথবা লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ