হোটেল রিসোর্টের নামে কোন মাদক  সেবন কার্যক্রম যাতে প্রশয় না পায় বিভারভিউ রিসোর্টের উদ্বোবন কালে  সাংবাদিকদের উদ্দেশ্য করে……  এমপি আবুল  হাসেম খঁান

সিটিভি নিউজ।।     সৌরভ মাহমুদ হারুন।। হোটেল রিসোর্টের নামে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলায় উঠতি বয়সের তরুণেরা যাতে মাদকের প্রতি আকর্ষিত হয়ে না পড়ে সে দিকে খেয়াল রাখতে হবে। মাদকের ভয়াবহতা রোধে মাদক প্রতিরোধে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। হোটেল রিসোর্টের নামে কোন মাদক সেবন কার্যক্রমকে যাতে আশ্রয় প্রশয় দেয়া না হয় সে দিকে বিশেষ খেয়াল রাখার জন্য কর্মরত সাংবাদিকদের প্রতি তিনি আহবান জানান। উপরোক্ত কথাগুলো বলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি এড. আবুলহাসেম খঁান। তিনি গতকাল বিকেল ১৮ জুলাই কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সীমান্ত ঘেঁষা কংশনগর বাজার সন্নিকটে মনোহরপুর পুলিশ বক্স সংলগ্ন রিভারভিউ রিসোর্ট এন্ড রেস্টোরেন্টের শুভ উদ্ভোবনকালে একথাগুলো বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. জাহাঙ্গীর আলম ভূ্ইয়া, আমন্ত্রিত অতিথি ছিলেন বুড়িচং থানার ওসি মো. আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন ষোলনল ইউনিয়ন
আওয়ামীলীগের সেক্রেটারী মো. সাইফ উদ্দীন মানিক, ইঞ্জি. তফাজ্জল হোসেন,মো. শাহআলম, আবুল কাশেম, মো. শাহজালাল মাস্টার, কামরুল হাসান, আদনান হোসেন। উপস্থিত ছিলেন দুলাল হোসেন, যুবলীগ নেতা শেফাউল আলম ভুইয়া,সাইদুল ইসলাম মামুন, ছাত্রলীগের সভাপতি জুয়েল আহাম্মদ
ভুইয়া,সাধারণ সম্পাদক আবু সায়ীদ সোহান, যুবলীগ নেতা আলাউদ্দীন, ছাত্রলীগের কেন্দ্রিয় নেতা সফিউদ্দীন সফিক, জালাল উদ্দীন, কামরুল ইসলাম। উদ্যোক্তা হিসেবে ছিলেন মো. ফয়সাল আহমেদ, মো.ওমরফারুকআব্বাস, মো. রবিউল আওয়াল বাপ্পি, মো. আবদুল্লাহ আল সোহেল, মো. মহিবুল্লাহ মাহবুব,মো. রবিউল আলম পলাম, মো. জুলহাস মিয়া, মো. নাসির উদ্দীন, আবু সাঈদ ও আমান উল্লাহ। পরে অতিথিবৃন্দ গোমতি পাড়ে অবস্থিত বিভারভিউ রিসোর্টের পানির ফোয়ারা ও বিভিন্ন দিক পরিদর্শন করেন।
ক্যাপশন:
বুড়িচং বি-পাড়া সীমান্তবর্তী স্থান
মনোহরপুর বিভারভিউ রিসোর্টের
উদ্ভোবণকালে প্রধান অতিথির বক্তব্য
রাখেন এমপি আবুল হাসেম খঁান।
ছবি:বুড়িচং প্রতিনিধি।

সংবাদ প্রকাশঃ  ১৮২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ