স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে খুলছে বুড়িচং উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান

সিটিভি নিউজ।।     সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ====
মহামারি করোনা প্রতিরোধে সারা দেশের ন্যায় স্বাস্থ্যবিধি ও সরকারি
নির্দেশনা মেনে আজ থেকে খুলছে বুড়িচং উপজেলার প্রাথমিক স্কুল ,
মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। প্রায়
দেড় বছর পর আজ ১২ সেপ্টেম্বর রোববার হতে সরকারি নির্দেশনা মেনে
শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত ১৯ দফা কর্মসুচী বাস্তবায়ন সাপেক্ষে
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাশ চালুকরণে বিভিন্ন কর্মসূচী ইতোধ্যে
সম্পন্ন করা হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান
প্রধান ও অন্যান্য শিক্ষকদের নির্দেশনায় ধুয়ে মুছে স্বাস্থ্য সম্মত
পরিবেশ সৃষ্টি করা হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তাপমাত্রা,
স্যানিটেশন ও আইসোলেশন কক্ষ প্রস্তুত রাখার নির্দেশনা রয়েছে। এ লক্ষ্যে
বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান ও উপজেলা
শিক্ষা অফিসার রওশন আরা বিভিন্ন বিদ্যালয়ে মণিটরিং কার্যক্রম
অব্যাহত রেখে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম প্রস্তুত ও বিদ্যালয়
খোলে দেয়ার বিভিন্ন দিক পরির্শন করছেন। এরই অংশ হিসেবে উপজেলা
মাধ্যমিক শিক্ষা অফিসার গতকাল দুপুরে উপজেলার বাড়াইর হাজী চেরাগ
আলী উচ্চ বিদ্যালয় ও নিমসার উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের
করোনা পরিস্থিতি মোকাবেলা করে পাঠ গ্রহণের বিভিন্ন দিক ও
শ্রেণী কক্ষ পরিদর্শণ করেন। এসময় এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান
শিক্ষক, বিদ্যোৎসাহী সদস্য আল মামুনসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত
ছিলেন। এছাড়া, রামপুর উচ্চ বিদ্যালয় ও গতকাল করোনা পরিস্থিতি
মোকাবেল করে পাঠ গ্রহণের নিমিত্তে বিভিন্ন শ্রেণী কক্ষ পরিদর্শণ
করেন ওই বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ইকরাম উল্লাহ্। এসময়
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আহাম্মদ, সাবেক সভাপতি মো.
জসিম উদ্দীন, মাহাবুব আলম ভূইয়া, মো. জহিরুল ইসলাম,বিধুভূষণ
নন্দী, সিনিয়র শিক্ষক মো. শাহআলম পাটোয়ারীসহ অন্যান্য শিক্ষকগণ
উপস্থিত ছিলেন। উল্লেখ্য, করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৭
মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার।
প্রথমে স্বল্প সময়ের জন্য তা বন্ধ ঘোষণা করা হলেও করোনার ভয়াবহতার
কারণে সার্বিক দিক বিবেচনা করে তা ধাপে ধাপে বাড়ানো হয়েছে। যা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলের মনে
ব্যাপক হতাশা দেখা দিয়েছিলো। দেশে বর্তমানে করোনা সংক্রমন ৮
শতাংশ থাকায় সরকারের তরফ থেকে আজ থেকে স্কুল, কলেজ মাদ্রাসা সহ
অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে আবার
তাদের কাঙ্খিত বিদ্যালয় চত্বরে প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে এমনতর আশা
ব্যক্ত করছেন সকলে।

ক্যাপশন:
নির্দেশনা মেনে আজ থেকে বিদ্যালয় খোলার অংশ হিসেবে উপজেলার
বাড়াইর হাজী চেরাগআলী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন দিক পরিদর্শন
করছেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মান্নান। পাশে রামপুর উচ্চ
বিদ্যালয়ে পাঠ গ্রহণের বিভিন্ন দিক পরিদর্শণ করছেন বিদ্যালয়
সভাপতি মোহাম্মদ ইকরাম উল্লাহ।

সংবাদ প্রকাশঃ  ১১-৯-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে অথবা লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ