সোনারগাঁ থেকে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাইশটেকি প্রাম থেকে বন্ধুর সঙ্গে ঢাকায় ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মাজহারুল ইসলাম নামে এক যুবক।
পুলিশ রবিবার (১৬ জানুয়ারি) রাতে ঢাকার ধানমন্ডি এলাকায় বেসরকারি একটি হাসপাতাল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে।
সোমবার (১৭ জানুয়ারি) সকালে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি রহস্যজনক বলে জানিয়েছে পুলিশ। নিহত যুবক সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম সিরাজ জানান, শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে ঢাকায় ঘুরতে গিয়েছিল মাজহারুল ইসলাম। ওইদিন রাত ১০টার দিকে নাফিজ নামে এক যুবক তার বাবার মোবাইলে ফোনকল দিয়ে জানান মাজহারুল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। এ খবর শুনে তার পরিবারের লোকজন নাফিজকে চিকিৎসার টাকা নিতে কাঁচপুর আসতে বলেন। কাঁচপুর আসার কথা বলে নাফিজ মোবাইলফোন বন্ধ করে আত্মগোপন চলে যায়। পরে মাজহারুলের পরিবারের লোকজন তাকে না পেয়ে হাসপাতালে গিয়ে মাজহারুলকে আইসিইউতে চিকিৎসাধীন দেখতে পেয়ে সোনারগাঁ থানা পুলিশকে অবহিত করেন। রবিবার বিকেলে মাজহারুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় মাজহারুলের শরীরে কোনো ধরনের চিহ্ন নেই। তবে, তার মাথায় আঘাতের এক পাশ ফুলে গেছে। বিষয়টি সন্দেহ হলে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের মামা মিলন মিয়ার অভিযোগ, তার ভাগিনা মাজহারুল তার পরিবারে বসবাস করেন। শনিবার বিকেলে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন। এটা একটি হত্যাকান্ড। হত্যাকান্ডটি সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া চেষ্টা করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটন করে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। নিহত যুবকের লাশ ঢাকা থেকে এনে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রকৃত ঘটনা উদঘাটন হবে।

সংবাদ প্রকাশঃ  ১৭-০১-২০২২ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ