সোনারগাঁয়ে বিদ্যালয়ে পাঠদান বন্ধ করে শিক্ষার্থীদের নির্বাচনী প্রতিক ছাতা উপহার

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি প্রকল্পের অর্থে কেনায় ছাতা নির্বাচনী প্রতিক হিসেবে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার লক্ষীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
উপজেলার নোয়াগাঁও ইউপি নির্বাচনের আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইউসুফ দেওয়ান ওই বিদ্যালয়ের ছাত্রদের শ্রেণিকক্ষ থেকে মাঠে নিয়ে তাদের মা-বাবার কাছে ভোট প্রার্থনা করে এসব ছাতা বিতরণ করেন।
এ ঘটনায় মঙ্গলবার (১৬ নভেম্বর) নির্বাচনী আইন লঙ্ঘন করে ছাতা বিতরণ করার অভিযোগে ইউসুফ দেওয়ানের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
জানা গেছে, ইউসুফ দেওয়ান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শিশুদের মধ্যে যেসব ছাতা উপহার দিয়েছেন, সেসব সরকারি অর্থে কেনা। লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) প্রকল্পের অধীনে ছয় মাস আগে ওই ইউনিয়নে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল, সেই অর্থ দিয়ে ছাতাগুলো কেনা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী ইউসুফ দেওয়ান ছাতাগুলোতে নিজের ছবি-সংবলিত করে সেগুলো নিয়ে সোমবার (১৬ নভেম্বর বেলা ১১টায় লক্ষীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। এ সময় শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণিকক্ষে পাঠ গ্রহণে ব্যস্ত ছিল।
পরে ইউসুফ দেওয়ানের নির্দেশ দিলে শিক্ষকেরা পাঠদান বন্ধ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ের মাঠে একত্র করলে ইউসুফ দেওয়ান ও তাঁর সমর্থকেরা শিশুদের সামনে চেয়ারম্যানের ৫ বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বক্তব্য দেন।
একপর্যায়ে শিক্ষার্থীদের মাধ্যমে তাদের মা-বাবার কাছে ছাতা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এরপর প্রত্যেককে একটি করে ছাতা দেওয়া হয়। এতে শ্রেণিকক্ষে প্রায় দুই ঘণ্টা পাঠদান বন্ধ থাকে।
এদিকে এ ঘটনায় নোয়াগাঁও ইউপির চেয়ারম্যান প্রার্থী ইউসুফ দেওয়ানের কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার।
তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দেওয়ার সময় বেঁধে দিয়ে চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কোনো রাজনৈতিক দল নির্বাচনের আগে ওই এলাকায় অবস্থিত কোনো প্রতিষ্ঠানে গোপনে কিংবা প্রকাশ্যে চাঁদা বা অনুদান দিতে পারবেন না। এটা লঙ্ঘন করলে অনধিক ৬ মাসের জেল ও অনধিক ১০ হাজার টাকা অর্থদন্ডের বিধান আছে।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ দেওয়ান বলেন, ভালোবেসে ছাতাগুলো উপহার দিয়েছি। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়নি।
সরকারি অর্থে কেনা ছাতা নির্বাচনের সময় এভাবে উপহার দেওয়ার বিষয়ে নারায়ণগঞ্জের এলজিএসপি-৩ প্রজেক্টের উপপরিচালক ফাতেমা তুল জান্নাত জানান, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল হক জানান, চেয়ারম্যান সাহেব হঠাৎ বিদ্যালয়ে ছাতা উপহার নিয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সামনে বক্তব্য দেন। এ সময় পাঠদান অল্প সময়ের জন্য বন্ধ থাকে।
রিটার্নিং কর্মকর্তা জেসমীন আক্তার বলেন, চেয়ারম্যান প্রার্থী ইউসুফ দেওয়ান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, এই অভিযোগ পেয়ে তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ব্যাখ্যার জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।    সংবাদ প্রকাশঃ  ১৭-১১-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ