সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।।     সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ীর লালমাই পাহাড় ঘেরা সবুজের বিশালতায় অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারে বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবদুল মতিন খসরু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ তাজুল ইসলাম, প্রকৌশলী আমিনুল ইসলাম চৌধুরী। সভায় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি ড. আলী হোসেন চৌধুরী, সিসিএন ইউএসটির বোর্ড অব ট্রাস্টিজের সহসভাপতি মোঃ তারিকুল ইসলাম চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডাঃ মোঃ গোলাম আজম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য তাসফিন উল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোঃ হায়দার আলী মোল্লা, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইফতিখারুল ইসলাম চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য তানজিনা ইসলাম চৌধুরী সিনথিয়া, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আফরোজা আক্তার খানম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নাজমা বেগম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আফসানা ইসলাম চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব প্রকৌশলী মোঃ শরীফুল ইসলাম চৌধুরী। সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে আলোচলা করা হয়। করোনা মহামারি কাটিয়ে উঠে কিভাবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করা যায় সে বিষয়ে বিশেষ আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবদুল মতিন খসরু এমপি বলেন, বর্তমান প্রধান মন্ত্রী শিক্ষা ব্যবস্থায় গুরুত্বারোপ করেছেন। একটি জাতিকে এগিয়ে নেয়ার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। সেজন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, পাহাড় ঘেরা মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্য্যের মাঝে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান। যা খুবই অনন্য। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি অনেক সুনাম অর্জন করেছে। ভবিষ্যতে আরো এগিয়ে যাবে।  সংবাদ প্রকাশঃ  ৯২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ