সিলেটে বন্যার্তদের মাঝে সাহায্যের হাত বাড়ালেন মনোহরগঞ্জের আব্দুল হাই

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।     ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতাঃ
সিলেটে সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন কুমিল্লার মনোহরগঞ্জের আব্দুল হাই। তিনি মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়ন আওয়ামলীগ সভাপতি। তিনি নিজস্ব অর্থায়নে সিলেট সদর উপজেলার গাছিটোলা ও ছাতক উপজেলার পাগলা এলাকাসহ বিভিন্নস্থানে বন্যাকবলিত মানুষদের ত্রান সহায়তা দিয়েছেন। এ সময় তিনি জনপ্রতি ২ লিটার পানি, ১ কেজি চিড়া, আধা কেজি গুড়, আধা কেজি মুড়ি, খিচুড়ি ও খাবার স্যালাইন বিতরন করেন। ২০ ও ২১ জুন দুই দিনব্যাপি ত্রান বিতরনের অংশ হিসেবে প্রায় ৬ শতাধিক মানুষদের মাঝে সাহায্যের হাত বাড়ান তিনি। ত্রান বিতরনকালে সংশ্লিষ্ট এলাকার যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে কথা হলে আব্দুল হাই জানান, সিলেটের ইতিহাসে এমন বন্যা সিলেটবাসি কখনো দেখেনি। তিনি জানান স্মরনকালের ভয়াবহ বন্যায় মানবিক কারনে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। সামান্য কিছু ত্রান সহায়তা দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

সংবাদ প্রকাশঃ  ২১-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email