সিএনজি ফিলিং ষ্টেশনহতে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় ৩জন গ্রেফতার

সিটিভি নিউজ।।      র‌্যাব-১১ এর সিপিসি-২, কুমিল্লা কর্তৃক বিশেষ অভিযানে     কুমিল্লা জেলার সদর দক্ষিনথানা   এলাকায় সিএনজি ফিলিং ষ্টেশনহতে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় ০৩জন গ্রেফতার।১৪৩টি সিলিন্ডারসহ ০১টি কাভার্ড ভ্যান জব্দ করেছে র‌্যাব ১১ এর সদস্যরা।    গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটিবিশেষ আভিযানিক দল২৭ জানুয়ারি ২০২২ ইং তারিখ কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানাধীন ০৫নং জোড় কানন ধনপুর সাকিনস্থ ‘‘ভূঁইয়া ফিলিং এন্ড সিএনজি স্টেশন লিঃ” হতে সিলিন্ডারে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময়০৩জনকেহাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এই চক্রটি মূলতঃ সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে সরাসরি গাড়িতে জ্বালানী সরবরাহ করার পাশাপাশি বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর সিলিন্ডার স্থাপন করে মিটার ব্যতীত মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুদ করে তা অবৈধভাবে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে এবং যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেসব এলাকার বিভিন্ন কারখানায় চড়ামূল্যে বিক্রি করে। এছাড়াও এই চক্রটি সিএনজি গ্যাস সংগ্রহ করে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন স্থাপন করে প্রতি ঘটফুট প্রচলিত বাজার মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করে আসছিল। সিএনজি স্টেশনে সরকার কর্তৃক নির্ধারিত টাকার পরিবর্তে চোরাই পথে চড়া দামে বিক্রি করে। এভাবে অবৈধ ভাবে গ্যাস চোরাই পথে সরবরাহ ও বিক্রির সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে এবং এর পাশাপাশি মিটার ব্যতীত এই গ্যাস বিক্রির ফলে সরকার বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। গ্রেফতারকৃত অপরাধীরাহলোঃ ১। কুমিল্লা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার শ্রীপুর গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে মোঃ আনোয়ার হোসেন(৬৭); ২। লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার মধ্য কেরোয়া গ্রামের মোঃ মিজান এর ছেলে মোঃ রিয়াজ(২৬) এবং ৩। কুমিল্লা কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার বাটপাড়া গ্রামের মৃত বলকিছ এর ছেলে আব্দুর রাজ্জাক(৩৮)। অভিযানে ১৪৩টি সিলিন্ডারসহ ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

সংবাদ প্রকাশঃ  ২৮-০১-২০২২ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ