সাপাহার সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

সিটিভি নিউজ।।     প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার হাপানিয়া সীমান্তে ভারতীয় বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী গরুব্যবসায়ী নিহত হয়েছে।

শনিবার ভোরে উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩৬পিলার এর ১এস এলাকায় ঘটনাটি ঘটেছে।
জানা গেছে শুক্রবার দিবাগত রাতে একদল গরু ব্যবসায়ীর সাথে কৃষ্ণসদা গ্রামের আলাউদ্দীন এর ছেলে সালাউদ্দীন (৩০) গরু আনতে ভারত অভ্যন্তরে প্রবেশ করে।

পরে তারা গরু নিয়ে শনিবার ভোরে বাংলাদেশে প্রবেশ এর চেষ্টা করলে ভারতের পান্নাপুর ৬৯ বিএসএফ’র টহলরত জোয়ানর টের পেয়ে তাদের উদ্দেশ্য করে গুলি ছোড়ে।
এসময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সালউদ্দীন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।

সকালে সংবাদটি জানা জানি হলে ঘটনা স্থলে গিয়ে সালাউদ্দীনের মরাদেহটি ভারতীয় কাঁটা তারের বেড়া ঘেঁষে নো-ম্যান্স ল্যান্ডের ভারত ভূখন্ডে পড়ে থাকতে দেখা যায়।

সাপাহার উপজেলার হাপানিয়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আব্দুল আজিজ এর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- এবিষয়ে পান্নাপুর বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের জন্য আমরা মেসেজ পাঠিয়েছি।
তবে সংবাদ লেখা পর্যন্ত কোন দেশের পক্ষ থেকে মরাদেহটি গ্রহণ না করায় ঘটনা স্থলেই লাশটি পড়ে ছিল।

সংবাদ প্রকাশঃ  ০৮-০১-২০২২ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ