সাপাহারে নবাগত জেলা প্রশাসক এর মতবিনিময়

সিটিভি নিউজ।।    সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খালিদ মেহেদী পিএএ।
মতবিনিময় সভায় এ উপজেলার বর্তমান অবস্থা, আম উৎপাদন, শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের ডকোমেন্টরি প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা: খাতিজা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী প্রমূখ।
এর আগে বেলা সাড়ে ১১টায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অর্থনৈতিকজোন, উপজেলার ভূমিহীন গৃহহীন অসহায় ছিন্নমূল পরিবারের মাঝে প্রধান মন্ত্রী’র দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ভিক্ষুক পুণর্বাসনসহ নিজ জমিতে গৃহ, ক্ষুদ্র নৃ-গোষ্টীর নির্মাণাধীন বাড়ী ও বীর মুক্তিযোদ্ধাদের নির্মাণাধীন বাড়ী পরিদর্শন করেন।

সংবাদ প্রকাশঃ  ২৩-০৩-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ