সাপাহারে আম উৎপাদনে কর্মশালা ও আম সংগ্রহের শুভ উদ্বোধন

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।     প্রদীপ কুমার সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে নিরাপদ উপায়ে আম উৎপাদন,সংগ্রহ,পাকানো,পরিবহণ ও বাজারজাতকরণ বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এম.পি।
এসময় বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় বাগান মালিক, আমচাষী ও ব্যবসায়ীদের উদ্দেশে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে বক্তব্য প্রদান করেন মো: আব্দুল কাইউম সরকার চেয়ারম্যান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মো: রেজাউল করিম সদস্য (খাদ্যভোগ ও ভোক্তা অধিকার), মঞ্জুর মোর্শেদ আহমেদ প্রকল্প পরিচালক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন প্রমূখ।
এর পরে বিকেল ৩টায় উপজেলা সদরে একটি বাগানে আম সংগ্রহের শুভ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এম.পি।

সংবাদ প্রকাশঃ  ০৩-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email