সাংবাদিকদের সংবাদ প্রকাশ না করার হুমকি দেবীদ্বারে ইউএনও’র সেই প্রেস বিজ্ঞপ্তি ভাইরাল

সিটিভি নিউজ।।     এ,বি,এম আতিকুর রহমান বাশার : সংবাদদাতা জানান =====সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ষ্ট্যাটাচকে কেন্দ্র করে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেবীদ্বার প্রেসক্লাবের সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের হুমকি প্রদানের ঘটনায়, সাংবাদিক ও সুশিল সমাজের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। ওই প্রেস বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর পরই ভাইরাল হয়ে যায় এবং সাংবাদিক ও সুশিল সমাজের মধ্যে তুমুল প্রতিবাদের ঝর উঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ষ্ট্যাটাচের দায়ভার সাংবাদিকদের উপর বর্তালে ওই প্রতিক্রিয়া দেখা দেয়।

জানা গেছে, দেবীদ্বার পৌরসভার নির্বাহী কর্মকর্তা (পৌর সচিব) এর দেওয়া কুপ্রস্তারে রাজি না হওয়ায় একই দপ্তরের পরিচ্ছন্নতা কর্মী শাহিনা আক্তারকে চাকুরিচ্যুত করেছে বলে দেবীদ্বার থানা ও জেলা প্রশাসক সহ কয়েকটি দপ্তরে অভিযোগ করা হয়। কিন্তু ওই অভিযোগের তদন্ত না করে উল্টো সংবাদ প্রকাশ না করার হুমকি দিয়ে গত সোমবার (১৬ মে) দেবীদ্বার প্রেসক্লাবের সকল সাংবাদিকদের উদ্দেশ্যে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রেরন করেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আশিক উন নবী তালুকদার।

দেবীদ্বার পৌরসভা কার্যালয়ের ৪৬.২০.১৯.৪০.৭০.১.২২/৩১২ স্মারক নম্বর সম্বলিত ওই প্রেসবিজ্ঞপ্তির শুরুতেই কুমিল্লার দেবীদ্বার প্রেসক্লাবের সকল সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এতদ্বারা দেবীদ্বার প্রেসক্লাবের সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে পৌর নির্বাহী কর্মকর্তা (পৌর সচিব), দেবীদ্বার পৌরসভা, কুমিল্লা এর নামে উদ্দেশ্যমূলক প্রনদিত হয়ে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। যাহা পৌরসভার ভাবমূর্তি ক্ষুন হচ্ছে। ভবিষ্যতে কোন প্রকার তদন্ত ছাড়া এবং সত্যতা প্রমাণ ছাড়া কোন প্রকার মিথ্যা তথ্য প্রচার না করার জন্য অনুরোধ করা হলো। মিথ্যা তথ্য প্রচার করা হইলে ভবিষ্যতে মিথ্যা তথ্য প্রচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ছাড়া অন্য কোন সুযোগ থাকবে না। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে প্রয়োাজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুররোধ করা হলো।’ পৌর কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কোন প্রকার তদন্ত না করে উল্টো সাংবাদিকদের এমন হুমকি দেওয়া বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সাংবাদিক ও সুশিল সমাজের মধ্যে তুমুল প্রতিবাদের ঝর উঠে।

তবে প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশের পর বিভিন্ন মহলে তীব্র নিন্দার ঝর উঠলে বুধবার বিকেলে পৌর প্রশাসকের স্বাক্ষরিত পুনঃ প্রেস বিজ্ঞপ্তি(সংশোধিত) প্রকাশ করেন। কিন্তু পুনঃ প্রকাশিত ‘প্রেস বিজ্ঞপ্তি (সংশোধিত)’তে পূর্বের প্রেস বিজ্ঞপ্তিটি ভুল ছিল বা সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের হুমকী দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেননি।

পুনঃপ্রকাশিত ‘প্রেস বিজ্ঞপ্তি (সংশোধিত) স্মারক নং- ৪৬.২০.১৯.৪০.৭০.০১.২২.৩১৬, তারিখ- ১৮.০৫.২০২২ইং এ বলা হয়, ‘এতদ্বারা দেবীদ্বার উপজেলার সকল সাংবাদিকদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, সম্প্রতি একটি কুচক্র মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবীদ্বার পৌর নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ফখরুল ইস এর বিরুদ্ধে উদ্দেশ্যমূলক প্রণোদিত হয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, যা ইতিমধ্যে আমাদের মধ্যে দৃষ্টিগোচর হয়েছে এবং এটি পৌর সভার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এমতাবস্থায় ভবিষ্যতে কোন প্রকার তথ্য প্রমাণ ছাড়া সংবাদ প্রকাশ না করার বিশেষভাবে অনুরোধ করা হল।’

বুধবার বিকেলে সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার’র এর নেতৃত্বে একদল সাংবাদিক দেবীদ্বার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যেয়ে ওই প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে,- পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী- তালুকদার বলেন, অসতর্কতায় ওই বিজ্ঞপ্তিটিতে কিছু ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। আমি তার দায় স্বীকার এবং দুঃখ প্রকাশ করেই (আজ ১৮ মে) পুণঃবিজ্ঞপ্তি প্রকাশ করেছি। সাংবাদিকদের সাথে আমার ব্যক্তিগত কোন বিরোধ নেই, তবে সাংবাদিকদের কোন নিউজ করার সময় তার সত্যতা যাই করে প্রকাশ করা উচিত।

সংবাদ প্রকাশঃ  ১-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ