সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

কুমিল্লার দেবিদ্বারে তিন সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউ মার্কেটের মুক্তিযুদ্ধা চত্তরে অনুষ্ঠিত হয়।

সিটিভি নিউজ।।      ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর  ====================
কুমিল্লার দেবিদ্বারে তিন সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ শনিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউ মার্কেটের মুক্তিযুদ্ধা চত্তরে অনুষ্ঠিত হয়।
সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশারের সভাপতিত্বে বক্তারা বলেন, শুধু দেবিদ্বারেই নয়, সারাদেশ এমনকি বিশ^ব্যাপী সাংবাদিক নির্যাতন, গুম, হত্যা, মামলা হামলার ঘটনা নিত্যদিনের ঘটনা। দেবিদ্বারে ৩ সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন কালে নির্যাতনের শিকার হয়েছে। ওই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী জাকির মেম্বারসহ সকল অভিযুক্তদের গ্রেফতারের দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামে দৈনিক আমাদের নতুন সময়ের শাহিদুল ইসলাম, মাইটিভির সোহেল রানা ও ইসহাক হাসানের উপর হামলা চালানো হয়। তারা সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে প্রায় দুই ঘন্টা আটকে রাখে। ওই সময় মাইটিভির ক্যামেরা, ৪টি মোবাইল, নগদ টাকা, চশমা ছিনিয়ে নেয় এবং সাংবাদিকদের দু’টি মোটর সাইকেল ভাংচুর করে।
এ ঘটনায় আহত সাংবাদিক শাহিদুল ইসলাম বাদী হয়ে শুক্রবার বিকালে থানায় মামলা করেন। পুলিশ অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেফতারপূর্বক শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

সংবাদ প্রকাশঃ  ১৩-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email