সমাজের আয়না খ্যাত গুণীজনের জীবনাদর্শ অনুসরন করেই আমাদের আগামী ভবিষ্যত গড়ে তুলতে হবে

দেবীদ্বার আর,পি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক আলী আহাম্মদ’র স্মরণ সভা
সিটিভি নিউজ।।       এবিএম আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি//
সমাজের আয়না খ্যাত গুণীজনের জীবনাদর্শ অনুসরন করেই আমাদের আগামী ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। শতবর্ষী প্রাচীন বিদ্যাপিঠ দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রাক্তন শিক্ষক আলী আহাম্মদ’র স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রবীণ শিক্ষক মঞ্জুর আলী(৯০) ওই বক্তব্য তুলে ধরেন।
শনিবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ওই স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক মঞ্জুর আলীর সভাপতিত্বে এবং প্রভাষক মো. জাকির হোসেন ও প্রভাষক সাইফুল ইসলাম শামিম’র সঞ্চালনায় প্রয়াত শিক্ষক আলী আহাম্মদ-২’র স্মৃতিচারণে বক্তব্য রাখেন, দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম সরকার, প্রাক্তন শিক্ষক আঃ কুদ্দুস মূন্সী, প্রাক্তন শিক্ষার্থী দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজ’র সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. আবু হানিফ, আর,পি সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সবুর আহমেদ, সিনিয়র শিক্ষক জামাল মোহাম্মদ কবির, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, প্রয়াত শিক্ষক আলী আহাম্মদ-২’র পুত্র মো. মোস্তাক আহমেদ, প্রাক্তন শিক্ষার্থী মো. শাহাদাত হোসেন স্বপন সরকার, ড. মো. শাহেদুল হক মোল্লা, এস,এ সরকারী কলেজ’র সাবেক জিএস আবুল খায়ের, প্রভাষক কাজী মনিরুল হক, প্রভাষক মো. সফিকুল ইসলাম সরকার, এস,এ সরকারী কলেজ’র সাবেক এজিএস মো. তমিজ উদ্দিন, এস,এ সরকারি কলেজ’র সাবেক ভিপি বাবুল হোসেন রাজু, এস,এ সরকারী কলেজ’র সাবেক ভিপি মো. ময়নাল হোসেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডাঃ আসুদুজ্জামান রতন, আমির হোসেন আমু, মশিউর রহমান সুমন, ওবায়দুল হাসান রাসেল, মানবাধিকার কর্মী মো. কাউছার হায়দার, সাংবাদিক মো. ইকবাল হোসেন রুবেল, মো. বিল্লাল হোসেন প্রমূখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন, আর,পি সরকারি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোশাররফ হোসেন ও এস,এ সরকারী কলেজ মসজিদের পেশ ইমাম মাওলানা আলহাজ¦ মো. ছিদ্দিকুর রহমান।
আলোচকরা বলেন, দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি অত্র অঞ্চলের একটি শতবর্ষী প্রাচীন বিদ্যাপিঠ। নবাব স্যার কাজী গোলাম মহিউদ্দিন ফারুকী (শোভা মিয়া) তার পিতা রেয়াজ উদ্দিনের নামে ১৯১৮ সালে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন সময় থেকে খ্যাতিমান গুণী শিক্ষক বাবু বসন্তকুমার দাস, বাবু যতীন সেন গুপ্ত, এ,কে,এম ফজলুল হোসেন, হাফিজ উদ্দিন আহাম্মেদ, উপেন্দ্র চন্দ্র শর্মা, ধীরেন্দ্র মোহন বর্মন, মো. ইসমাইল, শষী ভূষন ধর, এ,কে,এম আব্দুল হাকিম, বাবু চন্দ্রকান্ত ব্যাকরন তীর্থ, পন্ডিত হলধর চক্রবর্তী, আশ্রাব আলী, আব্দুল গফুর, রবীন্দ্র চন্দ্র দত্ত, আব্দুল মান্নান, জালাল উদ্দিন, অলিন্দ্র মোহন চক্রবর্তী, আব্দুল লতিফ, অবিনাশ পোদ্দার, মাখন লাল শুকুল সহ অসংখ্য গুণী শিক্ষকের পাঠদানে তৈরী শিক্ষার্থীরাও আজ জাতীয় আন্তর্জাতিক পরিমন্ডলে আলোক বর্তিকা ছড়িয়েছেন। মুজিবনগর প্রবাসী সরকারের উপদেষ্টা ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমেদ, মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের পালাটোনা ক্যাম্প প্রধান সাবেক এমপি দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজ’র প্রতিষ্ঠাতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সুজাত আলী, ঢাকা বিশ^ বিদ্যালয়ের ফার্মাসী ডিপার্টম্যান্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ড. আব্দুল জব্বার, নিপসম প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডাঃ কফিল উদ্দিন, সাবেক আইজিপি ও স্বরাষ্ট্র সচিব আব্দুল খালেক ভূঁইয়া, জাতীয় অধ্যাপক ড. আবুল বাশার মোশাররফ হোসেন, প্রকৌশলী সুশীল কুমার দাস, অধ্যক্ষ মঞ্জুরুল আলম খান, ডা. আব্দুল বারী ভূঁইয়া, সাবেক ভিসি অধ্যাপক ড. গোলাম মাওলা, সাবেক সচিব আব্দুস ছোবান, সচিব এম,এন, জিয়াউল আলম, অতিরিক্ত সচিব এ কে এম খায়রুল আলম খান সহ অসংখ্য গুণী শিক্ষার্থী সৃষ্টিকারী এ প্রতিষ্ঠানটি। আয়োজকরা বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন সময় থেকে উক্ত প্রতিষ্ঠানের প্রয়াত প্রতিষ্ঠাতা, শিক্ষক, শিক্ষার্থী পরিচালনা পর্ষদ সদস্য, কর্মচারিদের নাম উল্লেখ করে আত্মার শান্তি কামনা করেন।

সংবাদ প্রকাশঃ  ০৫১২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ