সভাপতির পদ ঘোষণা ছাড়া এবং সাধারন সম্পাদক ও সহ-সাধারন সম্পাদকের নাম ঘোষণার মধ্যদিয়ে সম্মেলন সমাপ্ত

বাংলাদেশ কৃষকলীগ দেবীদ্বার উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
সিটিভি নিউজ।।  এবিএম আতিকুর রহমান বাশার,    দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি//====
যারা ডিসেম্বরের ১০ তারিখের মধ্যে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার আল্টিমেটাম দিচ্ছেন, তারা ২০২২সালের ডিসেম্বরের স্বপ্ন দেখবেন না, ২১২২ সালে করতে পারেন। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আবারো নৌকা বিজয়ী করব।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষক লীগ দেবীদ্বার উপজেলার ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ওই বক্তব্য তুলে ধরেন।
দেবীদ্বার উপজেলা কৃষক লীগের আহবায়ক এটিএম রকিবুল হাসান এর সভাপতিত্বে এবং কৃষক লীগ কুমিল্লা (উঃ) জেলা কমিটির যুগ্ম আহবায়ক ও কৃষকলীগ দেবীদ্বার উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. সেলিম ভূঁইয়ার সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন কৃষকলীগ কুমিল্লা (উঃ) জেলা কমিটির আহবায়ক পার্থ সারথী দত্ত। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা- ৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আলহাজ¦ নজির আহমেদ, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মজিবুর রহমান নিয়াজী, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির মানব সম্পদ সম্পাদক আলফাজ উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ক্ষ্ণৃ গোপাল পাল, কৃষকলীগ জেলা কমিটির নেতা খোরশেদ আলম, আ’লীগ কুমিল্লা (উঃ) জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল মতিন মূন্সী, আওয়ামীলীগ দেবীদ্বার উপজেলা সাধারন সম্পাদক মোস্তফা কামাল চৌধূরী, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কাসেম সওদাগর প্রমূখ। স্বাগতিক বক্তব্য রাখেন কৃষকলীগ দেবীদ্বার উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হানিফ খান।
সম্মেলনে সভাপতি পদে ৫ জন প্রার্থী হওয়ায় এবং ৫ প্রার্থীর মধ্যে সমঝোতা করতে না পারায় সভাপতি পদে নাম ঘোষণা ছাড়াই শুধুমাত্র সাধারন সম্পাদক পদে আনোয়ার পারভেজ খান এবং সহ-সাধরন সম্পাদক পদে মনির হোসেনের নাম ঘোষণার মধ্যদিয়ে কমিটি গঠন করা হয়।

সংবাদ প্রকাশঃ  ২৯-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ