ষড়যন্ত্রের কবলে দেড় শতাধিক বছর পুরনো লাকসামের আশরাফ নগর দরবার শরীফ

সিটিভি নিউজ।। =প্রেস বিজ্ঞপ্তি।=   যুগ যুগ ধরে পীর, ফকির, আউলিয়াদের মাজার, খানকা ও দরবার শরীফ থেকে ইসলাম ও শান্তির বানী প্রচার হয়ে আসছে। এতে করে ভক্ত, মুরিদ ও শুভাকাঙ্খীগণ দলে দলে ভীড় করে আত্মশুদ্ধি হয়ে নিজেরাই বনেগেছেন একজন ভালো মানুষ। আর ভালো মানুষটাকে অনুসরণ করে সমাজ তথা বিভিন্ন এলাকার পথহারা মানুষগুলো ধীরে ধীরে সঠিক পথের দিশা পেয়েছেন। পরিবর্তন হয়েছে পরিবার, সমাজ, গ্রাম, এলাকাসহ একটি বিশাল জনগোষ্ঠি। আর এই বিশাল পরিবর্তনশীল জনগোষ্ঠির লোকজন নেই কোন মরামারি, হানাহানী, ঝগড়া-ঝাটি ও বিবেদ সৃষ্টিতে লিপ্ত। তারা নিজেরাই আত্মশুদ্ধি হয়ে অন্যদেরকে আত্মশুদ্ধি হওয়ার জন্য পীরের দরবারে যাওয়ার দাওয়াত দিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার লাকসাম উপজেলার আশরাফ নগর দরবার শরীফ (দৌখাইয়া-চাঁদপুর দরবার শরীফ) টি প্রায় দেড় শতাধিক বছর পুরনো। এই দরবার শরীফে প্রতিনিয়ত দেশÑবিদেশ থেকে শত শত ভক্ত, মুরিদ ও শুভাকাঙ্খীর আগমন ঘটে। তারা নিজেরা নিজেদের অর্থ ব্যয় করে নিজেকে আশরাফুল মাখলুকাত (সৃষ্টির সেরাজীব) হিসেবে চিনার জন্য এই দরবার শরীফে আসাÑযাওয়া করে থাকেন। দরবারের পাশে দরবার কর্তৃপক্ষ ইসলামী শিক্ষাকে প্রচার ও প্রসার করার জন্য একটি বিশাল জায়গা দান করে দৌখাইয়া আশরাফিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা নামের একটি দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। যেখানে এলাকার ছেলেÑমেয়েরা ইসলামি শিক্ষায় শিক্ষিত হয়ে সুন্নি আকিদার মানসিকতা পোষন করে দুনিয়া ও আখিরাতে কামিয়াব হতে পারে। কিন্তু পীর, ফকির আউলিয়া, মাজার, খানকা, দরবার শরীফ ও সুন্নি আকিদার মানসিকতার বর্তমান আওয়াামীলীগ সরকারের আমলে জামাত শিবিরের নামধারী কতিপয় নেতা উক্ত ঐতিহ্যবাহী আশরাফনগর দরবার শরীফ (দৌখাইয়া-চাঁদপুর) সংলগ্ন দৌখাইয়া আশরাফিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় সুনাম ও সৌন্দর্য নষ্ট করার লক্ষ্যে সরকারি একটি খাস জমির শ্রেণি পরিবর্তন করে আবাসন প্রকল্পের কাজ শুরু করেছেন। যা বর্তমানে দৃশ্যমান। বিষয়টি নিয়ে স্থানীয় জামাত শিবিরের মুখোশ পরিবর্তনকারী স্বার্থবাদী আওয়ামীলীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাওয়া যায় নি। প্রতিকার চেয়ে স্থানীয় অসংখ্য নারীÑপুরুষদের স্বাক্ষর করা একটি আবেদন মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে করা হয়েছে। আবাসন প্রকল্পের কাজ বন্ধ রাখার জন্য মোকাম কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত আদালত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মোঃ আবুল বাশার হেলালী বাদী হয়ে একটি মামলাও দায়ের করেছেন। এই নিয়ে এলাকা ও সারা দেশের সুন্নী আকিদার লোকজনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টির ব্যাপারে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পীর ফকির আউলিয়া কেরামগণের পক্ষ থেকে আবেদন যে, বিষয়টির ব্যাপারে হস্তক্ষেপ করলে সমস্যাটি নিরসন হবে বলে বিজ্ঞ মহল মনে করছেন।=প্রেস বিজ্ঞপ্তি।  সংবাদ প্রকাশঃ  ০১-০২-২০২২ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ