শ্রীমঙ্গলে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান- ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা

সিটিভি নিউজ।।     মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ নিরাপদ খাদ্য নিশ্চতকরণে এবং  ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি ২০২২ইং) মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার পোস্ট অফিস রোড, ব্রয়লার মার্কেট, নতুন বাজার, ষ্টেশন রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল-রেষ্টুরেন্ট, ফার্মেসীসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা না করা, অতিরিক্ত দামে মুরগি বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণ করা,  ভাল ফলের সাথে পঁচা ফল মিশিয়ে বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পোস্ট অফিস রোডে অবস্থিত সিজান ব্রয়লার হাউজকে ১ হাজার ৫ শত টাকা, নিশান ব্রয়লার হাউজকে ১ হাজার ৫ শত টাকা, ব্রয়লার মার্কেটে অবস্থিত হাসান ব্রয়লার হাউজকে ১ হাজার ৫ শত টাকা, নতুন বাজারে অবস্থিত কামাল পোল্ট্রিকে ১ হাজার ৫ শত টাকা, সুমন পোল্ট্রি হাউজকে ১ হাজার ৫ শত টাকা, জামাল পোল্ট্রি হাউজকে ১ হাজার ৫ শত টাকা, আল নূর রেষ্টুরেন্টকে ২০ হাজার টাকা, ষ্টেশন রোড অবস্থিত কাশ্মীর ফল শপকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
আজকের অভিযানে মোট ৮ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন।সংবাদ প্রকাশঃ  ২৭-০১-২০২২ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ