শেখ হাসিনার নেতৃত্বে তৈরী হচ্ছে উন্নয়নের রোডম্যাপ – সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রী

সিটিভি নিউজ।।      ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন ৭ নভেম্বর সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা সদরের মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়ালী এ সম্মেলন উদ্ভোধন করেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তিনি বলেন কভিড মোকাবেলা পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্ব অর্থনীতির উপর প্রভাব পড়েছে। আজকে বিশ্বব্যাপী জ্বালানীর দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, খাদ্যশষ্যের দাম বেড়েছে। এসব বিষয়ে মানুষকে ভুল বুঝিয়ে লাভ হবে না। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন। উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০৪১ সালকে টার্গেট করে শেখ হাসিনার নেতৃত্বে তৈরী হচ্ছে উন্নয়নের রোডম্যাপ। শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য অঙ্গিকারবদ্ধ হয়ে কাজ করছেন। যা কিছু উন্নয়ন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক মুজিবুল হক এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদ এর হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক (চট্রগ্রাম বিভাগ) আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আলহাজ্ব আব্দুস সবুর, কুমিল্লা সিটি কর্পোরেশন এর মেয়র ও কুমিল্লা মহানগর অওয়ামী লীগ এর সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক জাকির হোসেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে দ্বিতীয় বারের মত আব্দুল কাইয়ুম চৌধুরীকে সভাপতি ও জাকির হোসেনকে সাধারন সম্পাদক হিসেবে ঘোষনা করেন কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক মুজিবুল হক এমপি। সম্মেলনস্থলে সুশৃঙ্খলভাবে ও সুন্দর পরিবেশে কার্যক্রম পরিচালিত হয়। তৃণমুল নেতাকর্মীদের পদচারনায় মুখরিত সম্মেলন মহাসমাবেশে পরিনত হয়। এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত লাকসাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইউনুস ভুঁইয়া, সাধারন সম্পাদক মহব্বত আলী, পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম হিরা প্রমুখ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারন সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবলীগ সদস্য শাহাদাত হোসেন, উপজেলা উন্নয়ন সমন্বয়ক কামাল হোসেন, বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, সরসপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, ঝলম (উত্তর) ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ খান রাজু, ঝলম (দক্ষিণ) ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান হিরন, মৈশাতুয়া ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান মহিন উদ্দিন, খিলা ইউপি চেয়ারম্যান আল -আমিন ভূঁইয়া, উত্তরহাওলা ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হিরন, নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান মান্নান চৌধুরী, বিপুলাসার ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা যুবলীগ আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, যুগ্ম- আহবায়ক সফিকুর রহমান, আবুল বাশার, জানে আলম, উপজেলা সেচ্ছাসেবকলীগ সদস্য সচিব টুটুল চন্দ্র দেবনাথ, যুগ্ম আহবায়ক রুহুল আমীন, নজরুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারন সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব প্রমুখ।  সংবাদ প্রকাশঃ  ০৮-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ