শিক্ষাবোর্ড মডেল কলেজের ভার্চুয়ালি বসন্ত উৎসব আয়োজন ব্যাপকভাবে প্রশংসিত

সিটিভি নিউজ।।    বিশ্ব  যখন থেকে এক অনাকাঙ্খিত মহামারির তীব্র ছোবলে আক্রান্ত , শিক্ষার্থীরা যখন একঘেঁয়ে ও ঘরোয়া পরিবেশে ক্লান্ত, পরিশ্রান্ত এবং বিভিন্ন ধরনের মানসিক চাপে বিপর্যস্ত ঠিক সেরকম একটি পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি দেয়ার প্রয়াসে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ গতকাল ১ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ, ১৪ ফেব্রুয়ারি ২০২১ সকাল ১০ টা থেকে ভার্চুয়াল বসন্ত উৎসবের আয়োজন করে।অনুষ্ঠানটি কলেজের ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিমিং করা হয়।কলেজের শিক্ষার্থীরা ফাল্গুন ও বসন্ত উপলক্ষে বিভিন্ন সংগীত, নৃত্য ও আবৃতি পরিবেশন করে।মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানটিকে করে তুলেছে প্রাণবন্ত ও উচ্ছ্বসিত। অনুষ্ঠানে যারা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করেছে তারা হলোÑ ফাইরুজ তাবাস্সুম নোভা, ফাতেমা-তুয-যাহরা, রফিকুল মুকিত, তাসনুভা হাসান, ফাইমা লিমি, সামিয়া সরকার, অদিতি রানী রায়, তাসনোভা রুবাইয়াত ঈদা, মিশকাতুল মুনির আদিবা, ফারিহা মুনতাহা, নাহিদা কাদের মীম, মিথিলা রানী ও প্রথমা হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিল প্রতিষ্ঠানের শিক্ষার্থী নাজিয়া আক্তার ও রিফা তামান্না তানহা। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক, যার নির্দেশনা ও পরামর্শে একটি সুন্দর ও রুচিশীল সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সতের হাজারের বেশি ভিউজ হয়েছে।হাজারের উপরে লাইক, দুই শতাধিক শেয়ার ও তিন শতাধিক কমেন্ট করা হয়েছে। কমেন্টে করোনাকালিন পরিস্থিতিতে এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন দর্শকরা।একজন পাঠক সুমনা লিখেন, “ বিশেষ পরিস্থিতিতে অনিন্দ সুন্দর আয়োজন যা স্মরণীয় হয়ে থাকবে ”। নাসিমা আক্তার মন্তব্য করেন, “আমি আমার বোনদের নিয়ে এ সুন্দর আয়োজন উপভোগ করছি”।হালিমা খাতুন লিখেন, স্টেইজ ও নাচগুলো মনোমুগ্ধকর ”।মনোয়ারা বেগম লিখেন , “সব মিলিয়ে অসাধারণ”।নারগিস আরোজ মন্তব্য করেন, “আমি আপ্লুত,অভিভূত”।লিপি মন্তব্য করেন, “অভিনব ও ব্যতিক্রমী চিন্তার প্রতিফলন”।এ ভাবে দর্শকরা তথ্য প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে নান্দনিক ও সৃজনশীল আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষের প্রশংসা করেন।

সংবাদ প্রকাশঃ  ১৪২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ