লালমাই উপজেলা পরিষদে শিশু ও নারী উন্নয়নে সচেতনতা বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।।     জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে লালমাই উপজেলা পরিষদ মিলনায়তনে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী’ শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা আজ ০৫ অক্টোবর ২০২১  অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধনী ও কর্ম অধিবেশন ২ ভাগে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বে লালমাই উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ শওকত ওসমান। কর্ম অধিবেশন পর্বে ০৩টি সেশন পরিচালনা করেন স্যানিটেশন, পরিবেশ, করোনা ভাইরাস সংক্রমণরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং জন্মনিবন্ধন বিষয়ে কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ শওকত ওসমান, ডেঙ্গু, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ ও করোনা ভাইরাস চিকিৎসা, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, অটিজম, এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে বাগমারা ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: রওনক জাহান। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন দেলোয়ার হোসেন, সহকারী তথ্য অফিসার, কুমিল্লা। কর্মশালায় বিভিন্ন পেশার ৪০জন নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রকাশঃ  ৫-১০-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ