লালমাইতে হোমল্যান্ডের বীমা কর্মকর্তার গ্রামে গ্রাহকদের মানববন্ধন ও বিক্ষোভ

সিটিভি নিউজ।।   মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।============
গ্রাহক হয়রানি ও প্রতারণার অভিযোগে কুমিল্লার লালমাইতে আবদুর রহমান নামের এক বীমা কর্মকর্তার গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ গ্রাহকরা। শুক্রবার সকালে লালমাই উপজেলার মিতল্লা বাজারে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লালমাই, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম এলাকার প্রায় দুই হাজার গ্রাহক সমবেত হয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহক হারুনুর রশিদ, আব্দুল কুদ্দুস, খোরশেদ আলম প্রমুখ। এসময় বক্তারা বলেন, ‘অভিযুক্ত আবদুর রহমান
হোমল্যান্ড লাইফ ইন্সুইরেন্স কোম্পানির লাকসাম শাখার ব্যবস্থাপক। তিনি দীর্ঘদিন যাবত অত্র অঞ্চলের প্রায় ৫ হাজার গ্রাহককে বীমা করে দিয়ে মেয়াদ শেষ হওয়ার পরও টাকা ফেরত দিচ্ছে না নানান অযুহাতে। এমনকি মৃত গ্রাহকদের মরণোত্তর পাওনা টাকাও পরিশোধ করছেন না। নানান অজুহাতে গ্রাহকদের হয়রানি করে যাচ্ছেন। আমরা চাই অনতিবিলম্বে সকল গ্রাহকদের বীমার টাকা যথাযথ ভাবে পরিশোধ করা হোক এবং প্রতারক আবদুর রহমানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হোক।’ বক্তারা আরো বলেন, ‘আমরা জানি, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সে কোম্পানি একটি ঐতিহ্যবাহী বীমা কোম্পানি। আমাদের বিশ্বাস অত্র অঞ্চলের গ্রাহকদের ভোগান্তি লাঘবে শীঘ্রই যথাযথ পদক্ষেপ নেবেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।’
এদিকে বিক্ষুব্ধ গ্রাহকদের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক গৃহত্যাগ করেন অভিযুক্ত বীমা কর্মকর্তা আবদুর রহমান৷ মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও এ বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।সংবাদ প্রকাশঃ  ৩০-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ