লাকসামে মা’ জননী ফাউন্ডেশনের উদ্যোগে সেলাইমেশিন ও নগদ অর্থ বিতরণ

সিটিভি নিউজ।।     লাকসাম ( কুমিল্লা)  প্রতিনিধি. আত্ন-মানবতার সেবায় নিয়োজিত প্রবাসিদের  ( অরাজনৈতিক সংগঠন)
মা’ জননী ফাউন্ডেশনের উদ্যোগে ২৬ নভেম্বর -২০২১ জুম্মাবার লাকসাম উপজেলার কান্দিরপাড় মডেল ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় নারীদের মাঝে সেলাইমেশিন বিতরণ  ও অসচ্ছল বয়স্ক, বিধবা মহিলাদের মাঝে নগদ অর্থ  বিতরণ করে সংগঠনটি।
মা’ জননী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাবেক ছাত্রনেতা মামুন গাজীর সভাপতিত্বে সেলাইমেশিন বিতরণ ও  নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান  অতিথি ছিলেন –   মা’ জননী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মনোহর আলী ( তোতা)।
বিশেষ অতিথি ছিলেন –  সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক  ও অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা মোঃ আবদুর রহমান,  উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, হাজী আবদুল মজিদ,  কান্দিরপাড় ইউনিয়ন মা জননী ফাউন্ডেশনের সদস্য – সচিব মুহাম্মদ আবদুল মমিন, যুগ্ম – আহবায়ক  হারুন অর রশিদ,  আবু তাহের, মা’ জননী ফাউন্ডেশন ওয়ার্কিং কমিটির  আহবায়ক হাসান, সদস্য সচিব  আজগর খান লিটন, যুগ্ম – আহবায়ক মোরশেদ আলম, শহিদুল ইসলাম,  বাচ্চু মিয়া,  মা’ জননী ফাউন্ডেশন প্রবাসি কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মোঃ  হোসাইন গাজী,  সদস্য যথাক্রমে – শাহদাৎ হোসেন, ওমর ফারুক, আবদুল ওয়াদুদ, ফয়েজ আহমেদ, আবুল হোসেন, রবিউল হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে মা’ জননী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মামুন গাজী বলেন, প্রবাসিদের কষ্টের অর্জিত অর্থ দিয়ে আমরা গরিব অসহায় মায়েদের সাহায্যে এগিয়ে আসছি।
প্রবাসি ভাইয়েরা এই ফাউন্ডেশনের অকুতোভয় সৈনিক।
গরিব ও অসহায় মানুষের চিকিৎসা ও মানবিক কল্যানে মা’ জননি ফান্ডেশন সবসময় আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।
তিনি প্রবাসে অবস্থানরত মা’ জননী ফাউন্ডেশনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।সংবাদ প্রকাশঃ  ২৬-১১-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ