লাকসামে নৈরপাড় বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের নেতাকে সংবর্ধনা

সিটিভি নিউজ।।    দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  সংবাদদাতা জানান ===
কুমিল্লার লাকসাম উপজেলা কান্দিরপাড় ইউপি’র নৈরপাড় আর্যধ্যাম বৌদ্ধ বিহারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্ট ধর্ম বিষয়ক ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়ুয়াকে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিহার কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
নৈরপাড় আর্য্যধাম বৌদ্ধ বিহার কমিটির সভাপতি ডাঃ রবীন্দ্র সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্ট ধর্ম বিষয়ক ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্ট, ট্রাষ্টি ও কুমিল্লা-নোয়াখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক বাবু জ্যোতিষ সিংহ (খোকন), বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক বাবু স্বপন বড়ুয়া।
বিহার কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক বাদল সিংহের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রধান আর্শীবাদক বিহার অধ্যক্ষ শ্রীমৎ শাসনানন্দ ভিক্ষু, কান্দিরপাড় ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শিমল সিংহসহ দায়ক-দায়িকা এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথি সুপ্ত ভূষন বড়ুয়া বক্তব্যে বলেন, আমি সংগঠনের পক্ষ থেকে আপনাদের এলাকায় বিহারগুলোতে অনুদান দিবো। তবে আপনাদের সন্তানদেরকে শিক্ষিত করার দায়িত্ব প্রত্যেক পিতামাতার, বিশেষ করে মা’দেরকে বলছি আপনার সন্তানকে শিক্ষিক করে গড়ে তোলার দায়িত্ব আপনার। সন্তান সু-শিক্ষিত হলে এলাকার ও দেশের গর্ব। পড়ার লেখার পাশাপাশি ধর্মীয় চর্চা করতে হবে। পরিশেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু , বাংলাদেশ চিরজীবি হউক।

সংবাদ প্রকাশঃ  ৩১-১২-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ