লাকসামে আদর্শ হোন্ডা গ্যালারী’র উদ্বোধন

সিটিভি নিউজ।।      মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি। ==  কুমিল্লার লাকসামে জাপানের তৈরি ‘হোন্ডা’ মটরসাইকেলের শোরুম ‘আদর্শ হোন্ডা গ্যালারী’র শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) বিকেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে এই শো-রুমের উদ্বোধন করা হয়।

আদর্শ হোন্ডা গ্যালারী’র স্বত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম টিপুর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জজকোর্ট-এর এপিপি এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হীরা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সহকারী মহাসচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সহিদ উল্লাহ মিয়াজী, ঢাকা জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ আলী আক্কাছ, হোন্ডা কোম্পানীর এরিয়া ইনচার্জ (সেলস্) আলভী মাহতাব চৌধুরী, এরিয়া ইনচার্জ (ডিলার ডেভেলপমেন্ট) সজীব দেবনাথ, বেলঘর ইউপি চেয়ারম্যান আবদুল মন্নান মনু, কুমিল্লা রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ও কুমিল্লা নাবিলা মটরস’র ডিলার মোঃ ওমর ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে আদর্শ হোন্ডা গ্যালারী’র স্বত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম টিপু বলেন, ‘আমরা একদামে হোন্ডা মটরসাইকেল বিক্রি করে থাকি। যাতে কাষ্টমারকে বিড়ম্বনায় পড়তে না হয়। কেউ কিস্তিতে নিতে চাইলে ব্যাংকের মাধ্যমে আমরা সহযোগিতা করবো।’
এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হীরা বলেন, ‘লাকসামে যে কেউ এসে নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন। কারণ এখানে কোন প্রকার চাঁদাবাজি বা হয়রানি নেই।’
সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী বলেন, ‘বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী উপজেলা হচ্ছে লাকসাম। এখানে ব্যবসা করে অনেকে দেশের বড় শিল্পপতি হয়েছেন। তিনি হোন্ডা শো-রুমের সফলতা কামনা করেন।
অতিথিবৃন্দের বক্তব্যের পর মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দেশের সমৃদ্ধি ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া- মোনাজাত করা হয়।সংবাদ প্রকাশঃ  ৩০২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ