র‌্যাব ১৩ ও ৪ এর যৌথ অভিযানে সাভারের হত্যা মামলার আসামী দিনাজপুরে গ্রেফতার

সিটিভি নিউজ।।     দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন  সংবাদদাতা জানান ===  র‌্যাব ১৩ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে সাভারের চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলার ০১ নং এজাহারনামী আসামী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় গ্রেফতার।

গ্রেফতার কৃত আসামী মোঃ মানিক মোল্লা (৩৩), জেলা- রাজবাড়ী।

সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাব-৪ এএসপি মোঃ মাজহারুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যার সাথে সরাসরি জড়িত বলে স্বীকারোক্তি প্রদান করেছে। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড সংঘঠিত হয়েছে গ্রেফতারকৃত আসামীকে সাভার থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, পূর্ব শত্রুতার জেরে গত ২০ নভেম্বর ২০২১ তারিখ সন্ধা অনুমান ০৭.০০ ঘটিকার সময় ধৃত আসামী ও অন্যান পলাতক আসামীরা ভিকটিম সোহেল হোসেন (৩০)কে বাসা হতে ডেকে এনে সাভার মডেল থানাধীন পৌর ৮ নং ওয়ার্ডস্থ ডেলটার মোড় সংলগ্ন একটি গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর ফেলে এলোপাথারি ভাবে মারধর করে। এক পর্যায়ে ধৃত আসামী এবং অন্যান্য পলাতক আসামীরা ভিকটিম সোহেল হোসেন (৩০)কে জাপটে ধরে ধারালো অস্ত্র দিয়ে নাভির নিচে সজোরে আঘাত করে ও পেটের ভুরি ক্ষতবিক্ষত করে এবং ভিকটিমের ভুরি বের হয়ে যায়। পরবর্তীতে ভিকটিম’কে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে সাভার মডেল থানায় ০১ টি হত্যা মামলা দায়ের করেন। হত্যার পরপরই আসামীরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। বিষয়টি প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়াসহ এলাকায় ব্যাপক চাঞ্চ্যলের সৃষ্টি করে।

সংবাদ প্রকাশঃ  ৩০-১১-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ