রূপগঞ্জের কায়েতপাড়া ইউপি নির্বাচনে মন্ত্রী পরিবারের প্রভাব বিস্তারের অভিযোগ

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নির্বাচন আচরণবিধিলঙ্গন করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে স্থানীয় এমপি ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার পরিবারের বিরুদ্ধে। মন্ত্রীর স্ত্রী মহিলালীগ নেত্রী ও তারাবো পৌর সভার মেয়র হাসিনা গাজী এবং ছেলে পাপ্পা গাজী প্রতিদিন বহিরাগত সন্ত্রাসী নিয়ে নির্বাচনী এলাকায় মোটর সাইকেল মহড়া দিচ্ছেন। পাশাপাশি একজন প্রার্থীর পক্ষ নিয়ে প্রতিপক্ষের প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকদের হুমকি ধামকি এবং ভয়ভীতি দেখাচ্ছেন। এছাড়া সন্ত্রাসী দিয়ে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ২২ হাজার ভোটারকে জিম্মি করে রেখেছেন মন্ত্রী ও তার ছেলে। সেখানে তাদের পছন্দের প্রার্থী ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

সংবাদ প্রকাশঃ  ০৮-১১-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ