রামচন্দ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪ দোকান পুড়ে ছাই : ৩ কোটি টাকার ক্ষতি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া দোকান পাঠের একাংশ।

সিটিভি নিউজ।।    বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে :====
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত অনুমান পৌনে একটায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এরই মধ্যে ৬টি স্বর্ণের দোকান, আজমেরি মেডিকেল হল, ডিসেন্ট টেইলারের গোডাউন, আর এফ টেলিকম, ফারুক স্টোর, নিলয় লাইব্রেরি, আল-আমিনের চা দোকান, দোলা মিডিয়া, বাবুল সাহার হার্ডওয়ারসহ মোট ১৪টি দোকান ভস্মিভূত হয়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
বাজারের পুরাতন ব্যবসায়ী ফারুক স্টোরের স্বত্বাধিকারী বজলুর রহমান বলেন, ৭০ বছর ধরে আমি ব্যবসা করি। প্রায় ৫০ বছর আগে একবার আগুন লেগেছিল, তখন যে ক্ষতি হয়েছিল তা কাটিয়ে উঠতে পারছি। কিন্তু আজ আমার সব শেষ বলেই তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এ ভাবেই ক্ষতিগ্রস্ত সব ব্যবসায়ীরা বাকরুদ্ধ হয়ে পুড়ে ছাই হয়ে যাওয়া দোকানের দিকে তাকিয়ে কান্না করতে দেখা যায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত একটায় একটি স্বর্ণের দোকানে আগুন লাগে। ধীরে ধীরে সেই আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে সেখানে থাকা আরো ৫টি স্বর্ণের ও ছোট-বড় ৮টি বিভিন্ন দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মুরাদনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহআলম খান জানান, আমরা রাত ১টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পাই। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে একটি ইউনিট নিয়ে কাজ শুরু করি। প্রায় দেড়ঘন্টার প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। তদন্ত শেষে বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

সংবাদ প্রকাশঃ ০৩০৪২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ