মেয়াদোত্তীর্ণ এনাস্থেসিয়া ড্রাগ বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা 

সিটিভি নিউজ।।  সৌরভ মাহমুদ হারুন     ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা) প্রতিনিধি- ==
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে এক ফার্মেসি ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)  সোহেল রানা এ অর্থদণ্ড দেন। রোববার (২ এপ্রিল ) বিকালে আদালত ওই অভিযান পরিচালনা করেন।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান প্রসূতির এনাস্থেসিয়ার জন্য প্রসূতির স্বামী জহির ইফিড্রিন ড্রাগ ক্রয় করতে গেলে দোকানি মো: নেয়ামত উল্লাহ ফেব্রুয়ারি ২০২৩ সালে মেয়াদ শেষ হওয়া স্পর্শকাতর  ড্রাগ জি-ইফিড্রিন বিক্রয় করেন।
অভিযানে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: শারমীন সুলতানা ও স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা উপস্থিত ছিলেন।

ডা. শারমিন সুলতানা বলেন, সিজারিয়ান অপারেশনের রোগীর নিকট এ ধরনের ড্রাগ বিক্রয় করা ভয়ানক পরিনতি বয়ে আনতে পারে। সকল প্রকার ঔষধ কেনার ক্রেতাদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।সংবাদ প্রকাশঃ ০২০৪২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ