মুরাদনগর উপজেলা প্রশাসনের মানববন্ধনে জনতার ঢল

কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের পক্ষে বিশাল মানববন্ধনের একাংশ।
সিটিভি নিউজ।।       ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর  সংবাদদাতা জানান ==
অটোরিক্সা চালক জামাল মিয়া। যাত্রী নিয়ে মুরাদনগর থেকে কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে লোক সমাগম দেখে দাঁড়িয়ে থাকা একজনকে জিজ্ঞাসা করলেন, কি হচ্ছে ভাই এখানে! উত্তর আসল বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের পক্ষে মানববন্ধন। আর কোন কথা না বলেই গাড়ী সাইড করে দাড়িয়ে গেলেন মানববন্ধনে। গাড়ীতে থাকা ৫ যাত্রীও তা’ই করলেন। এভাবে সব শ্রেণি-পেশার মানুষের অংশ গ্রহণে মানববন্ধন জনসমুদ্রে পরিনত হলো। উপজেলা পরিষদের গেইট থেকে রাস্তার উত্তর পাশের দুই প্রান্ত ৩ কিলোমিটার ছুই ছুই লোক সমাগমে। গতকাল শনিবার সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ওই লোক সমাগম ঘটে।
মানবন্ধনে উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ নিজ নিজ অফিসের ব্যানারে সমবেত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান, বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার, শিক্ষক নেতা রেবেকা সুলতানা ও ইউপি সচিব নাইম সরকার।
বক্তারা বলেন, পৃথিবীর সব দেশেই ভাস্কর্য রয়েছে, ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়। একটি মহল অপব্যাখ্যা দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী কথা বলছেন। তাদের বুঝা উচিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও দেশের মানুষের আবেগের সাথে মিশে আছেন। দেশের ইতিহাস ও ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে সঠিক ভাবে প্রতিয়মান করতে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিনির্মাণে কোন বিকল্প নেই। সমবেত সকল শ্রেনি-পেশার মানুষের দাবি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানের পক্ষে।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহম্মেদ সোহাগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল আলম, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমদ সিকদার, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার প্রমুখ।

সংবাদ প্রকাশঃ  ১২১২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ